বগুড়ায় চুল কাটানোর সিরিয়াল নিয়ে বাকবিতণ্ডায় ব্যবসায়ী খুন: যুবলীগ নেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৪ জানুয়ারী ২০২০ ১২:৫৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৭৪৬ বার।

বগুড়ায় চুল কাটানোর সিরিয়াল নিয়ে বাকবিতণ্ডায় আবু সায়েদ (৪০) নামে এক কাঠ ব্যবসায়ী খুন হয়েছেন। এই ঘটনায় নিশিন্দারা ইউনিয়ন যুবলীগের সভাপতি রুবেল হোসেন জিমসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে সদরের নুনগোলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আবু সায়েদ নুনগোলার পূর্ব আশোকোলা গ্রামের তোজাম্মেল হোসেনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সদর উপজেলার ন্যাংড়া বাজার এলাকায় শুক্রবার বেলা ১১ টার দিকে  শান্ত ও জনি নামে দুই যুবকের মধ্যে চুল কাটানোর সিরিয়াল নিয়ে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে শান্ত তার কথিত বড় ভাই যুবলীগ সভাপতি রুবেলকে ডাক দেয়। পরে রুবেলসহ কয়েকজন এসে জনিকে মারধর করতে থাকে। এসময় নিহতের ছোট ভাই জাফরুল বাঁধা দিলে তাকেও মারধর করে। তখন নিহতের আরেক ছোট ভাই জনি বাজারের কিছু লোকজন নিয়ে এসে রুবেলদের মারধর করে।

এরপর দুপুরের দিকে রুবেল ক্ষিপ্ত হয়ে দলবল নিয়ে জনিকে মারার জন্য নুনগোলা ঈদগাহ মাঠের পাশে তাঁর বড় ভাই আবু সায়েদের নিজস্ব প্রতিষ্ঠান ভাই-ভাই ছ-মিলে যায়। সেখানে আবু সায়েদকে একা পেয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় সে চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে আসে এবং তাকে উদ্ধার করে রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সায়েদকে মৃত ঘোষণা করেন।

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম জানান, নিহত ওই ব্যবসায়ীর মরদেহ ময়না তদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, পরিবারের পক্ষ থেকে এখনো কোনো মামলা দায়ের করা হয় নি। তবে এই ঘটনায় জড়িত যুবলীগ নেতা রুবেল ও সীমান্ত নামে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।