টিএমএসএস মেঠোসুর সঙ্গীত শিল্পী অন্বেষণে'র ৫ম রাউন্ডে নির্বাচিত ৪

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ২৫ জানুয়ারী ২০২০ ১৪:৫৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৯৫ বার।

ড.এনামুল হক আর্ট এ্যান্ড কালচারাল একাডেমীর উদ্যোগে শুক্রবার বগুড়ার ঠেঙ্গামারায় টিএমএসএস মম ইন বিনোদন জগৎ তৌফিক হাসান  ময়না  মঞ্চে  টিএমএসএস মেঠোসুর সঙ্গীত শিল্পী অন্বেষণ কার্যক্রম-২০১৯ ‘তুমি গায়ক’ প্রতিযোগীতায় ৫ম রাউন্ডের ২য় দিনে ৭ জন প্রতিযোগী অংশ গ্রহণ করে প্রথম পর্বে ৪ জন নির্বাচিত হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী রেঞ্জের ডিআইজি একেএম হাফিজ আকতার বিপিএম (বার)। তিনি তার বক্তব্যে বলেন টিএমএসএস আয়োজিত “মেঠোসুর সঙ্গীত শিল্পী অন্বেষণ কার্যক্রম” এই অনুষ্ঠানের মাধ্যমে দেশের পিছিয়ে পরা জনগোষ্ঠী গানের প্রতিযোগীতায় অংশ গ্রহণ করে নিজেকে তুলে ধরার সুযোগ পাচ্ছে। গ্রামগঞ্জের মেঠোপথে ছড়িয়ে রয়েছে অনেক মেধাবী কন্ঠ শিল্পী যারা সুযোগ না পেয়ে নিজেদের বিকশিত করতে পারেনা। টিএমএসএস তাদের জন্য সুযোগ সৃষ্টি করে দিয়েছে। এসব শিল্পী একদিন দেশ-বিদেশে গান গেয়ে সুনাম অর্জন করবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়ার পুলিশ সুপার মোঃ আলী আশরাফ ভূঁঞা বিপিএম (বার),অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সনাতন চক্রবর্তী,টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা। স্বাগত বক্তব্য রাখেন ড.এনামুল হক আর্ট এন্ড কালচারাল একাডেমীর কিউরেটর মোঃ নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন টিএমএসএস পরিচালনা পর্ষদের কোষাধ্যক্ষ আয়শা বেগম,আজীবন সদস্য মুহাম্মদ আনোয়ারুল ইসলাম বাচ্চু,পরিচালক (চীফ প্রোগ্রাম সেক্টর) মোঃ জাকির হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন টিএমএসএস কর্মকর্তা জাকিয়া সুলতানা ও আব্দুল হান্নান।

অতিথিবৃন্দ প্রতিযোগীতায় উত্তীর্ণ কন্ঠ শিল্পীদের গলায় ‘তুমি গায়ক কার্ড পরিয়ে দেন’।  এই পর্বে যারা উত্তীর্ণ হতে পারেননি টিএমএসএস এর পক্ষ থেকে তাদেরকে সেরা ২২ এর পুরস্কার গ্রহণ ও সমাপনী দিনে উপস্থিত থাকার জন্য শুভেচ্ছা পত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রতিযোগী, দর্শক, বাদ্যযন্ত্র শিল্পী, সংস্থার কর্মকর্তা ও বিচারকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য প্রতি শুক্রবার নির্ধারিত মঞ্চে অনুষ্ঠান চলমান রয়েছে।