৩৫ ভরি স্বর্ণ-৯০ ভরি রৌপ্য চুরি

নওগাঁয় স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি: নগদ টাকা সহ ২২ লক্ষাধিক টাকা ক্ষতি

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ২৮ জানুয়ারী ২০২০ ১২:২০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৭৬ বার।

নওগাঁর ধামইরহাট উপজেলার পৌর সদরের প্রানকেন্দ্র আমাইতাড়া মোড়ে উমর জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। সোমবার গভীর রাতে দোকানের পিছনের দেওয়াল কেটে সোনা ও রুপার গহনাসহ প্রায় ২২ লক্ষাধিক টাকার মালামাল লুট করে দৃবৃর্ত্তরা। এদিকে বেশ কিছুদিন ধরে উপজেলায় লাগাতার চুরি অব্যাহত রয়েছে। কৃষকের গোয়ালের গরু, সরকারী প্রতিষ্ঠান, মসজিদ, হাসপাতাল, ব্যাংকসহ বিভিন্ন এলাকায় চুরি ঘটনা বৃদ্ধি পাওয়ায় এলাকাবাসী উদ্বিগ্ন হয়ে পড়েছে। 


জানা গেছে সোমবার রাতের কোন এসময় চোরেরা দোকানের পিছনের ছোট একটি লোহার সীটের দরজা কেটে দোকান ঘরে প্রবেশ করে। দোকানে রক্ষিত সিঁন্দুকের পাল্লা কেটে প্রায় ৩৫ ভরি সোনার গহনা, ৯০ ভরি রুপা এবং নগদ প্রায় ৬০ হাজার টাকা নিয়ে যায়। ওই বাজারে ৪ জন  নৈশ্যপ্রহরী ও পুলিশের টহলদল থাকলেও চোরেরা পিছনের দরজা কেটে সহজে দোকানে প্রবেশ করে এই দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে।


এব্যাপারে উমর জুয়েলার্সের স্বত্বাধিকারী মো.মোকারম হোসেন উজ্জল বলেন,গত সোমবার রাত ৯টার দিকে তিনি দোকান বন্ধ করে বাড়ীতে যান। পরদিন মঙ্গলবার সকাল ৯টার দিকে দোকানের কর্মচারী টিটুকে নিয়ে তিনি দোকান ঘর খোলে দেখেন সিঁন্দুক কেটে চোরেরা প্রায় ৩৫ ভরি স্বর্ণ,৯০ ভরি রুপা ও নগদ প্রায় ৬০ হাজার টাকা নিয়ে যায়। এতে তিনি প্রায় ২২ লক্ষ টাকার ক্ষতির সম্মুখিন হন। প্রতিবন্ধি মোকারম হোসেন উজ্জল আরও বলেন,বিভিন্ন সংস্থা ও ব্যাংক থেকে তিনি ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছিলেন। এছাড়া মহাজনের নিকট প্রায় ৫/৬ লক্ষ টাকা বাকী রয়েছে। দোকানের সকল সম্পদ হারিয়ে তিনি নিঃস্ব হয়েছেন।

 
ধামইরহাটে এসব লাগাতার চুরির ঘটনায় ব্যবসায়ী মহল উদ্বিগ্ন, উপজেলা জুয়েলার্স মালিকের সভাপতি আলামিন জুয়েলারের মালিক আশরাফুল ইসলাম ও সম্পাদক হক জুয়েলার্সের মালিক শামীম হোসেন জানান, ধামইরহাটে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে, ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে প্রয়োজনে আমরা আন্দোলনে যাব। পুলিশের উর্ধতন কর্র্তৃপক্ষ মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আলম ঘটনাস্থল পরিদর্শন কালে বলেন,কোন  নেশা  খোর বা প্রফেশনাল  চোর  যেই জড়িত হোক আমরা থানা পুলিশ মালামাল উদ্ধার ও  চোরদের সনাক্ত করতে সকলের সহযোগিতা কামনা করছি।

 
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো.শামীম হাসান সরদার বলেন,ওই বাজারে বণিক সমিতির নৈশ্যপ্রহরী ও থানা পুলিশের একটি টহল দল ছিল। সামনে টহল দল থাকলেও দোকানের পিছনে অত্যান্ত অনিরাপদ থাকার সুযোগে চোরেরা সহজে দূর্বল দরজা কেটে দোকানে প্রবেশ করে। তবে যাই হোক চোরাই মালামাল উদ্ধারসহ জড়িতদের গ্রেফতারে ইতিমধ্যে মাঠে নেমেছে পুলিশ।