বগুড়ায় ২০০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ৩

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৮ জানুয়ারী ২০২০ ১৩:৪২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৭৬৫ বার।

বগুড়ায় বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত পৌনে ১০ টায় সদর ফাঁড়ি পুলিশ শহরের জিরো পয়েন্ট সাতমাথার সপ্তপদী মার্কেটের পূর্ব পাশের রাস্তা থেকে ২০০ বোতল ও ১ টি প্রাইভেট কার সহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো দিনাজপুর জেলার হাকিমপুর থানার রজব আলীর পুত্র হুমায়ন কবির(২৮), একই এলাকার সামসুল আলমের পুত্র মাহফুজুল আলম (২৮) ও বগুড়া জেলার শিবগঞ্জ থানার সুদামপুর নয়াপাড়া এলাকার আব্দুর রশিদের পুত্র আজাদুল ইসলাম(২৮)।

বগুড়া সদর ফাঁড়ির সূত্র জানায়,গোপন সংবাদের ভিত্তিতে ফেন্সিডিল সরবারহের খবর জানার পর ওই সড়কে চেকপোস্ট বসানো হয়। একপর্যায়ে রংপুর থেকে আসা প্রাইভেট কার ঢাকা মেট্রো,গ-১১-১৯১১ এর সাথে তথ্যের মিল থাকার প্রথমে ওই গাড়ির চালক মাহফুজুলকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে সে গাড়িতে মাদক থাকার কথা স্বীকার করলে অপর দুই আসামির স্বীকারোক্তি অনুযায়ী গাড়ির ব্যাকডালারে রাখা প্লাস্টিকের ২ টি পলিথিন থেকে ১০০ করে মোট ২০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

বগুড়া সদর থানার ওসি এস এম বদিউজ্জামান জানান, সদর ফাঁড়ি পুলিশের অভিযানে আটক ৩ মাদক ব্যবসায়ীকে প্রচলিত মাদকদ্রব্য আইনে মামলা দেওয়া হয়েছে।