ফেসবুক-হোয়াটসঅ্যাপে প্রচারে বাধা কাটল তাবিথের

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৯ জানুয়ারী ২০২০ ০৬:২১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৭৭ বার।

ফেসবুক, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারের বাধা কেটেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়ালের। সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রচারের জন্য আবেদনের ২৩ দিন পর তাকে এই অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এর ফলে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, মোবাইল এসএমএস, ভাইভার ও আইভিআরসহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারে বৈধ অনুমতি পেলেন তাবিথ আউয়াল।

২৬ জানুয়ারি উত্তর সিটির রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম তাবিথকে এই অনুমতি দিয়েছেন। এর আগে, ৩ জানুয়ারি এ সংক্রান্ত অনুমতি চেয়ে আবেদন করেছিলেন তাবিথ।