আইফোন কিনতে বাথটাবভর্তি কয়েন নিয়ে হাজির ক্রেতা

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০১৮ ০৫:৫২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৭৮ বার।

গোসলের জন্য সবাই বাথটাব ব্যবহার করেন- এটাই পরিচিত দৃশ্য। তবে এবার বাথটাবের অন্যরকম ব্যবহারও যে হয় তা দেখল রাশিয়ার মস্কো শহরের একটি শপিং মলে ক্রেতা-বিক্রেতারা।

সম্প্রতি সেখানকার একটি শপিং মলে জীপে করে বাথটাব ভর্তি কয়েন দিয়ে হাজির হন একদল যুবক। কয়েন ভর্তি বাথটাবটি আনার একটাই উদ্দেশ্য ছিল তাদের।তা হলো বাজারে আসা সবচেয়ে নতুন আইফোনটি কেনা। 

রাশিয়ার ভিয়াতোস্লাভ কোভালেকো নামের একজন ব্লগার এমন অভিনব পদ্ধতি বেছে নিয়েছেন আইফোন কিনতে। এ জন্য তিনি সাতজনের ঘাড়ে চাপিয়ে বাথটাবটি নিয়ে গেছিলেন মস্কো শপিং মলে৷ তাতে ছিল ১ হাজার ৩০০ ইউরোর রাশিয়ান রুবেলের কয়েন৷ যা বাজারে আসা নতুন আইফোন ‘এক্স এস’ কেনার জন্য যথেষ্ট। তার এই অভিনব পদ্ধতি আকৃ্ট করেছে মলে আসা ক্রেতাদেরও।তারা সেই দৃশ্য ভিডিও করেছেন। যা রাশিয়ার সামাজিক মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে।

ভিয়াতোস্লাভ কোভালেকো যখন সঙ্গীদেরসহ বাথটব নিয়ে শপিং মলে পৌঁছান তখন  প্রথমে নিরাপত্তারক্ষীরা তাদের আটকায়৷ তবে সেই বাঁধা টপকিয়ে পরে তারা নির্দিষ্ট দোকানে পৌঁছান। ওই পয়সা গুনতে দোকানের কর্মীদের ২ ঘণ্টা সময় লাগে। 

ওই দোকানের পাবলিক রিলেশন ম্যানেজার লুডমিলা সেমুশিনা জানিয়েছেন, দোকান থেকে তাকে ফোন করে জানানো হয় এক ব্লগার বাথটব ভর্তি কয়েন নিয়ে দোকানে এসেছেন। লুডমিলা বলেন,‘ প্রথমে আমি মনে করেছি ওরা আমার সঙ্গে ঠাট্ট করেছে। কিন্তু পরে তারা প্রমাণ হিসাবে একটা ছবিও পাঠায় আমাকে।’

তিনি আরও জানান ‘তারা একটি কোম্পানি থেকে এসেছিলেন এবং তাদের কাছে ক্যামেরাও ছিল৷ আমার মনে হয়,কয়েন ভর্তি বাথ টাব এনে বিষয়টি কেমন মজাদার হয় সেটাই ক্যামেরায় বন্দী করতে চেয়েছিলেন তারা৷’

হাজার হাজার কয়েনে ভর্তি বাথটাবটির ওজন ছিল ৩৫০ কিলোগ্রাম। রাশিয়ার অনেক দোকানেই কয়েন নিতে চায় না। ব্লগার কোভালেকো জানান, কয়েনও যে একটা প্রচলিত মুদ্রা এটা বেঝানোর জন্য তারা এই পদ্ধতি অনুসরন করেছেন। সূত্র : এবিসি,খলিজটাইমস