আয়োজনে ম্যানেজমেন্ট ক্লাব

ভাষার মাসে বগুড়া আঃ হক কলেজে আলোকচিত্র প্রদর্শনী শুরু

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২০ ০৭:৫১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৬৬৯ বার।

মহান ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে বগুড়া সরকারি আজিজুল হক কলেজে ২১দিন ব্যাপী আলোকচিত্রী প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১১টায়  কলেজের ম্যানেজমেন্ট ক্লাবের আয়োজনে ওই প্রদর্শনীর উদ্বোধন করেন  অধ্যক্ষ প্রফেসর মোঃ শাহজাহান আলী। 
'বঙ্গবন্ধু ও বাংলাদেশ' শিরোনামে প্রদর্শনীতে ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৭৫ এর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবরণ পর্যন্ত চিত্র যোগ করা হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে উপাধ্যক্ষ প্রফেসর মোঃ ফজলুল হক, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান হারুন ইবনে সালাম, প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান এটিএম মাহবুবুল হান্নান, পদার্থ বিভাগের বিভাগীয় প্রধান জাহাঙ্গীর আলম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান গুলশান আরা, গণিত বিভাগের বিভাগীয় প্রধান মাহতাব হোসেন, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক সুব্রত কুমার সাহা, পরিসংখ্যান বিভাগের কামরুল হাসান,ব্যবস্থাপনা বিভাগের বিদ্যুৎ কুমার সাহা ও মোতাহার হোসেন এবং কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রউফসহ ছাত্রনেতা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন