বগুড়ার জলেশ্বরীতলায় রূপালী ব্যাংকের কর্পোরেট শাখার যাত্রা শুরু

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২০ ১১:৫৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২০২ বার।

বিখ্যাত কথা সাহিত্যিক রোমেনা আফাজের স্মৃতি বিজরিত বগুড়া শহরের জলেশ্বরীতলায় রুপালী ব্যাংক লিমিটেড’র থানারোড কর্পোরেট শাখা নতুন আঙ্গিকে ও বৃহৎ পরিসরে বগুড়া কর্পোরেট শাখা হিসেবে স্থানান্তর করা হয়েছে। রোববার সকালে রূপালী ব্যাংক লিমিটেড বগুড়া কর্পোরেট শাখার নতুন কার্যালয়ের উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংক বগুড়ার নির্বাহী পরিচালক স্বপন কুমার রায়। অনুষ্ঠানে রুপালী ব্যাংক লিমিটেড বগুড়া জোনাল অফিসের উপ মহাব্যবস্থাপক ফখরুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া পৌরসভার মেয়র এ্যডঃ একেএম মাহবুবুর রহমান, রুপালী ব্যাংক লিমিটেড রাজশাহী বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক কাজী আব্দুর রহমান, বগুড়া করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সামসুল ইসলাম, বগুড়া জলেশ্বরীতলা ব্যবসায়ি সমিতির সভাপতি রেজাউল বারী ঈসা ও সাধারণ সম্পাদক এডোনিস তালুকদার বাবু। এছাড়া অনুষ্ঠানে রুপালী ব্যাংক লিমিটেড পাবনা জোনের উপ মহাব্যবস্থাপক নিজাম উদ্দিন, রাজশাহী জোনের উপ মহাব্যবস্থাপক প্রকাশ কুমার সাহা, গ্রাম উন্নয়ন কর্ম বগুড়ার নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন, রুপালী ব্যাংক লিমিটেড’র বঙ্গবন্ধু পরিষদ কমিটির তাজুল ইসলাম উপস্থিত ছিলেন। রোববার সকালে রূপালী ব্যাংক লিমিটেড বগুড়া কর্পোরেট শাখার নতুন কার্যালয়ের উদ্বোধনের আলোচনা সভায় ব্যাংকিং কার্যক্রমের বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন অতিথি বাংলাদেশ ব্যাংক বগুড়ার নির্বাহী পরিচালক স্বপন কুমার রায়। ব্যাংকিং কার্যক্রমের সকল বিষয় গ্রাহকরা নির্বিঘ্নে করতে পারে এজন্য রুপালী ব্যাংক বগুড়া কর্পোরেট শাখা সকল ধরনের ব্যবস্থা নিবেন বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।