ঢাকা সিটি নির্বাচনে সাংবাদিকের ওপর হামলায় গ্রেপ্তার ৪

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২০ ১৪:৫৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৯১ বার।

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে দায়িত্ব পালনের সময় আগামী নিউজের সাংবাদিক মোস্তাফিজুর রহমান সুমনকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার গভীর রাত পর্যন্ত রাজধানীর মোহম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। খবর দেশ রুপান্তর 

গ্রেপ্তাররা হলেন আলাউদ্দিন (২৬), মাসুদ মিয়া (২০), রাসেল হোসেন (৩৫) ও অপু মিয়া (২৪)। তাদের মধ্যে অপু মিয়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৪ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর শেখ মোহাম্মদ হোসেন খোকনের ভগ্নিপতি।

র‌্যাব ২ এর কোম্পানি কমান্ডার মেজর শেখ নাজমুল আরেফীন বলেন, শুক্রবার রাতে মোহম্মদপুরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।  

১ ফেব্রুয়ারি দুপুরে মোহাম্মদপুরের রায়েরবাজার জাফরাবাদ এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শেখ মোহাম্মদ হোসেন খোকনের ‘সশস্ত্র বাহিনীর’ মহড়ার ছবি তোলার সময় সুমনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করা হয়।

পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে তার মাথায় ছয়টি সেলাই দেন কর্তব্যরত চিকিৎসকেরা।

ওই ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে।

এর আগে গত বুধবার ইসমাইল নামে সন্দেহভাজন আরো একজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ নিয়ে এ ঘটনায় এখন পাঁচজন আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে রয়েছেন।

র‌্যাব ২ এর কোম্পানি কমান্ডার মেজর শেখ নাজমুল আরেফীন বলেন, র‌্যাব ডিজি আহত সাংবাদিককে দেখতে গিয়ে বলেছিলেন, অবশ্যই দোষীদের আইনের আওতায় আনা হবে। পরে এ ঘটনায় মামলা হওয়ার পর থেকেই আমরা তদন্ত শুরু করি। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যেও ভিত্তিতে শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত রাজধানী মোহাম্মদপুর থানাধীন কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে চারজনকে আটক করি আমরা। হামলার সময়ের ভিডিও ফুটেজ, ছবি ও অন্যান্য প্রমাণাদি বিশ্লেষণ করে চারজনকে শনাক্ত করে আটক করা হয়। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৪ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর শেখ মোহাম্মদ হোসেন খোকনের ভগ্নিপতি অপু মিয়ার উপস্থিতি সিসিটিভিতে পাওয়া। এরা সবাই প্রাথমিকভাবে হামলার সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছে। এ ছাড়া এ ঘটনায় জড়িত আরো কয়েকজনের নাম ও পরিচয় তারা জানিয়েছে। তদন্তের স্বার্থে তা এখন বলা সম্ভব হচ্ছে না। তাদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা।