ধুনটে কলেজ ছাত্রীকে নিপীড়ন : গ্রেপ্তার ১

ধুনট উপজেলা (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২১ নভেম্বর ২০১৮ ১২:০০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩৪৬ বার।

বগুড়ার ধুনট উপজেলায় সিএনজিতে কলেজ ছাত্রীকে যৌন নিপীড়নের মামলায় ঔষুধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধি মাসুদ করিম লিটুকে (৪১) গ্রেপ্তার করেছে পুলিশ। সে ধুনট পৌর এলাকার পশ্চিম ভরনশাহী গ্রামের আকতার হোসেনের ছেলে। বুধবার সকাল সাড়ে ১০টায় নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, বাদী বগুড়া শহরের একটি বেসরকারী মেডিকেল টেকনোলজির প্যাথলজী বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী ও শেরপুর উপজেলা সদরের টাউন কলোনী এলাকার বাসিন্দা। গত ৬ নভেম্বর বগুড়া শহর থেকে ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের পীরহাটী গ্রামে বান্ধবীর বাড়ীতে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য সিএনজি চালিত অটোরিক্সা যোগে রওনা দেয়। ওই অটোরিক্সার পিছনের ছিটে তার ডান পাশে ছিলো মাসুদ করিম লিটু। অটোরিক্সাটি সোনাহাটা-চাপড়া সড়কের চিকাশী গ্রামের ফাঁকা রাস্তায় পৌছুলে মাসুদ করিম লিটু তাকে যৌণ নিপীড়ন করে। এঘটনায় ওই কলেজ ছাত্রী বাদী হয়ে ১২ নভেম্বর বগুড়ার আদালতে মাসুদ করিম লিটুর বিরুদ্ধে নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে (মামলা নং ২৭৬)।

মামলাটি বিচারক আমলে নিয়ে এজাহার হিসেবে গন্য করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ধুনট থানার অফির্সাস ইনচার্জকে নির্দেশ দেন। বুধবার সকালে এজাহারটি ধুনট থানায় রেকর্ডভুক্তের পর মাসুদ করিম লিটুকে গ্রেপ্তার করে পুলিশ।

ধুনট থানার পরির্দশক (তদন্ত) ফারুকুল ইসলাম বলেন, বাদীর আরজিটি থানায় মামলা হিসেবে রেকর্ডভুক্ত করে এজাহারভুক্ত আসামী মাসুদ করিম লিটুকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির করা হয়। সেখানে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।