নিখোঁজের ১৮ মাস পর ফিরলেন চাকরিচ্যুত সেনা কর্মকর্তা

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২০ ১৫:৪৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৯১ বার।

নিখোঁজের দেড় বছর পর র‌্যাবের সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (চাকরিচ্যুত) হাসিনুর রহমান বাসায় ফিরে এসেছেন।

শুক্রবার মধ্যরাতে তিনি রাজধানীর পল্লবী এলাকার বাসায় ফেরেন। তিনি শারীরিকভাবে সুস্থ আছেন, তবে মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত বলে পুলিশ ও স্বজনের সূত্রে জানা গেছে। নিখোঁজ হাসিনুর রহমান এতদিন কোথায় ছিলেন, তার সঙ্গে কী ঘটেছিল সেসব প্রশ্নের উত্তর মেলেনি।

পল্লবী থানার এসআই মনিরুল ইসলাম বলেন, হাসিনুর রহমানের স্ত্রী ফোন করে তার স্বামীর বাসায় ফেরার বিষয়টি পুলিশকে জানান। এ খবর শুনে তার সঙ্গে কথা বলার জন্য বাসায় যেতে চাইলে তিনি আপত্তি করেন। খবর সমকাল অনলাইন 

মনিরুল ইসলাম বলেন- তার স্ত্রীর ভাষ্য, হাসিনুর বাইরের কারও সঙ্গে কথা বলতে চাইছেন না। তাছাড়া তারা এখন মিরপুর ডিওএইচএসের বাসাতেও নেই। ফলে বিস্তারিত জানার সুযোগ হয়নি পুলিশের।

হাসিনুরের স্ত্রী শামীমা আক্তার সাংবাদিকদের বলেন, শুক্রবার রাত ১২টার দিকে বাসার নিরাপত্তাকর্মীর কাছে জানতে পারেন যে তার স্বামী ফিরে এসেছেন। এরপর তারা নিচতলায় গিয়ে তাকে বাসায় নিয়ে আসেন। নিখোঁজ থাকার সময়ের ব্যাপারে তিনি কিছু বলতে পারেননি। এ নিয়ে তাদের কোনো আগ্রহও নেই। তাকে ফিরে পেয়েই খুশি পরিবারের সদস্যরা। বাহ্যিকভাবে সুস্থ হলেও তার কথাবার্তা অসংলগ্ন। এ কারণে তাকে চিকিৎসা দেওয়া হবে।

২০১৮ সালের ৮ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে পল্লবীর ডিওএইচএস এলাকা থেকে ডিবি পুলিশ পরিচয়ে আনিসুরকে গাড়িতে তুলে নেওয়া হয় বলে অভিযোগ করেন স্বজনরা। এরপর তার আর কোনো খোঁজ মেলেনি।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কর্মকর্তারা তখন জানিয়েছিলেন, ওই এলাকায় কোনো অভিযান চালায়নি ডিবি। ঘটনার রাতেই পল্লবীর বাসার সামনে থেকে হাসিনুরের ব্যক্তিগত পিস্তল জব্দ করে পুলিশ। এ ঘটনায় পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে তার পরিবার।

র‌্যাব-৭ এর অধিনায়ক থাকার সময় হাসিনুর রহমানের বিরুদ্ধে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগ ওঠে। পরে তাকে সেনাবাহিনীতে ফেরত পাঠানো হয়। তখন তাকে চাকরিচ্যুত করা হয়। অবশ্য তার পরিবার বরাবর জঙ্গি সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করে এসেছে। হাসিনুর বর্ডার গার্ড বাংলাদেশেও (বিজিবি) কর্মরত ছিলেন।