শেরপুরে যুবলীগ ও ছাত্রলীগ নেতার ওপর হামলাকারীকে গ্রেফতার দাবিতে মিছিল সমাবেশ

শেরপুর উপজেলা (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৩ নভেম্বর ২০১৮ ১৪:২৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৯২ বার।

বগুড়ার শেরপুরে যুবলীগ ও ছাত্রলীগ নেতার ওপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে শুক্রবার বিকেলে উপজেলা সদরে মৌন মিছিল ও সমাবেশ করা হয়েছে। শেরপুর উপজেলা যুবলীগের উদ্যোগে আয়োজিত ওই সমাবেশে বক্তারা অভিযোগ করেন, যুবলীগ নেতা আমিনুল ইসলাম এবং ছাত্রলীগ নেতা রুবেল আহম্মেদের ওপর হামলকারীরা প্রকাশ্যে ঘুরলেও পুলিশ তাদের গ্রেফতার করছে না। নেতৃবৃন্দ অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানিয়ে বলেন, যদি পুলিশ সন্ত্রাসীদের গ্রেফতার না করে তাহলে যুবলীগ ও ছাত্রলীগ বসে থাকবে না।

যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ জানিয়েছেন, ইমরান শুভ নামে এক ব্যক্তি প্রায় এক মাস আগে স্থানীয় যুবলীগ নেতা আমিনুল ইসলামের ওপর  হামলা চালায়। ওই সময় তাকে গ্রেফতারের জন্য দাবি জানানো হলেও পুলিশ কোন পদক্ষেপ নেয়নি। এমনকি একাধিক মামলায় গ্রেফতারী পরোয়ানা থাকার পরেও তাকে ধরা হয়নি। ফলে ইমরান শুভ আরও বেপরোয়া হয়ে ওঠে এবং বৃহস্পতিবার ছাত্রলীগ নেতা রুবেল আহম্মেদকে বেধড়ক মারপিট করে।

শুক্রবার বিকেলে শেরপুর বাসষ্ট্যান্ড এলাকায় দলীয় কার্যালয় থেকে বের হওয়া মৌন মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে করতোয়া মার্কেটের দ্বিতীয় তলায় সমাবেশ করা হয়।উপজেলা যুবলীগের সভাপতি তারিকুল ইসলাম তারেক,সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ভুট্টো ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সোহেল রানার নেতৃত্বে মিছিলে দু’টি সংগঠনের শতাধিক নেতা-কর্মী অংশ নেন।

স্থানীয় একটি  সূত্র জানায়, অভিযুক্ত ইমরান শুভ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের শেরপুর পৌর কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। যে কারণে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার ব্যাপারে ততটা সোচ্চার নয়। তবে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, গ্রেফতারী পরোয়ানা থাকলে অবশ্যই তাকে ধরা হবে। পাশাপাশি ছাত্রলীগ নেতাকে মারধরের অভিযোগ গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তপূর্বক আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।