নওগাঁয় আবৃত্তি পরিষদের ৩১ বছর পুর্তি উৎসব পালিত

নওগাঁ জেলা প্রতিনিধি
প্রকাশ: ২৩ নভেম্বর ২০১৮ ১৪:৫৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৭৪ বার।

নানা আয়োজনের মধ্য দিয়ে শুক্রবার  নওগাঁ আবৃত্তি পরিষদের ৩১ বছর পূর্তি উৎসব পালিত হয়েছে। দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, শোভাযাত্রা ও নৃত্যানুষ্ঠান।

আয়োজনে স্মৃতিচারণ ছাড়াও একক আবৃত্তি, পুঁথিপাঠ, আলোচনা সভা ও ‘শিখণ্ডি কথা’ নামে একটি নাটকও মঞ্চায়ন করা হয়। আবৃত্তি করেন বিশিষ্ট অভিনেতা ও আবৃত্তি শিল্পী আরমান পারভেজ মুরাদ।

সকালে নওগাঁ শহরের পুরাতন কালেক্টরেট এলাকায় বিয়াম স্কুল এন্ড কলেজ চত্বরে কর্মসূচি উদ্বোধন করেন সাহিত্য অনুরাগী অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক। উপস্থিত ছিলেন দৈনিক সমকালের সহকারি সম্পাদক ও সমকাল সুহৃদ সমাবেশের বিভাগীয় প্রধান সিরাজুল ইসলাম আবেদ। 

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডা. ময়নুল হক দুলদুল। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক মো. মিজানুর রহমান। সভায় বক্তব্য রাখেন নওগাঁ সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শরিফুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের রাজশাহী অঞ্চলের সাংগঠনিক সম্পাদক শরিফ আহমেদ বিল্টু, সংগঠনের সাধারন সম্পাদক মাগফুরুল হাসান বিদ্যুৎ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এম এইচ হাসান।