বগুড়ায় এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে ২০ লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ

আদমদিঘী(বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১২ মার্চ ২০২০ ১১:১২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৫৫৭ বার।

বগুড়ায় আদমদীঘির সান্তাহারে ইছামদ্দীন (৫৫) নামের এক মৎস্য আড়ৎদারকে ছুরিকাঘাতে জখম করে তার নিকট থেকে ২০ লক্ষাধিক টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। গত বুধবার সন্ধ্যায় সান্তাহার ইয়ার্ড কলোনী এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয় জনতা আহত ইছামদ্দীনকে উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে ভর্তি করান। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে বলে আহত ইছামদ্দীনের ছেলে আলমগীর হোসেন জানান।
জানাযায়, সান্তাহার জুগিপুকুর এলাকার মৎস্য আড়ৎদার ইছামদ্দীন ও তার ছোট ছেলে রাজু আহম্মেদ গত বুধবার সন্ধ্যায় রাজ মার্কেটের একটি দোকান ঘর পজিশন নিতে ২০ লাখ টাকাসহ একটি মোটরসাইকেল যোগে বাড়ি থেকে রাজ মার্কেটের মালিকের নিকট যাচ্ছিল। তারা ইয়ার্ড কলোনী এলাকায় পৌঁছিলে আদিলসহ তার লোকজন মোটরসাইকেলের পথরোধ করে ইছামদ্দীন ও তার ছেলেকে এলোপাথরী ভাবে মারপিট করতে থাকে। এক পর্যায়ে আড়ৎদার ইছামদ্দীনের মাথায় ছুরিকাঘাত করে তাদের ব্যাগে রাখা উল্লেখিত পরিমান টাকা ছিনিয়ে নিয়ে যায়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান।