করোনা উপসর্গ দেখা দিলে গোপন করবেন না: প্রধানমন্ত্রী

পুন্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১২ মার্চ ২০২০ ১৮:০৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৯৪ বার।

কোনো উপসর্গ দেখা দিলে তা গোপন না করে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারপ্রধান বলেছেন, সরকার দেশকে এই প্রাণঘাতী ভাইরাস থেকে মুক্ত রাখতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। খবর যুগান্তর অনলাইন।

বৃহস্পতিবার গণভবনে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে ‘পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর’ কর্মসূচির আওতায় দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

শেখ হাসিনা বলেন, করোনাভাইরাস এমনভাবে ছড়িয়ে পড়েছে যে এখানে হয়তো মৃতের সংখ্যা তেমন না, কিন্তু আতঙ্ক অনেক বেশি। কাজেই এই প্রাণঘাতী ভাইরাস থেকে দেশকে মুক্ত রাখতে এই সংক্রান্ত নির্দেশনা সঠিকভাবে অনুসরণ করতে হবে।

তিনি বলেন, করোনাভাইরাস প্রতিরোধে সরকার সর্বাত্বক চেষ্টা করছে। মহামারি হলেও বাংলাদেশ এখনো ভালো আছে। তবে ভালো থাকতে হলে সচেতন থাকতে হবে। হাত ধরতে এবং কাউকে না জড়িয়ে ধরার পরামর্শও দিয়েছেন প্রধানমন্ত্রী।

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, সবাইকে বলব- সচেতন থাকা দরকার। আমরা সব সময় বুলেটিন দিয়ে যাচ্ছি। আইইডিসিআরের মাধ্যমে সব সময় জানানো হচ্ছে, সেগুলো অনুসরণ করবেন।