ট্রেনের বগিতে বাক্স খুলে থমকে গেলেন পরিচ্ছন্নতা কর্মী

পুন্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৩ মার্চ ২০২০ ০৯:০৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১২৫ বার।

স্টেশনে ট্রেন থামার পর যাত্রীরা নেমে গেলে বগিগুলো পরিষ্কারের জন্য কাজ শুরু করেন পরিচ্ছন্নতা কর্মীরা। এ সময় একটি বগিতে বড় আকারের একটি বাক্স পড়ে থাকতে দেখে সন্দেহ হয় তাদের। আর সেই বাক্স খুলে স্তব্ধ হয়ে যান তারা। সেখানে রয়েছে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের লাশ।

বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে ঢাকা থেকে ফেরা তিতাস কমিউটার ট্রেনের একটি বগি থেকে অজ্ঞাত যুবকের (৩০) এই লাশ উদ্ধার হয়। খবর যুগান্তর অনলাইন

ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কান্তি দাস বলেন, ‘বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে ফেরা তিতাস কমিউটার ট্রেনটিতে সর্বশেষ গন্তব্য আখাউড়া রেলওয়ে স্টেশনে এসে থামে। যাত্রীরা সবাই ট্রেন থেকে নেমে পড়ছিলেন। এর পরপরই পরিচ্ছন্নতা কর্মীরা ট্রেনের ‘ঘ’ বগির ভেতরে একটি বাক্স দেখতে পায়। বাক্সটি খুলে এর ভেতরে রশি দিয়ে হাত-পা বাঁধা এক যুবকের লাশ দেখতে পেয়ে পুলিশকে জানায়।’

তিনি আরও বলেন, ‘ধারণা করা হচ্ছে কোনো এক জায়গায় যুবককে হত্যার পর বাক্স বন্দি করে লাশটি ট্রেনে উঠিয়ে দিয়েছে ঘাতকরা। লাশটি রেলওয়ে থানায় রাখা আছে।’