জাতীয় বক্সিং প্রতিযোগিতায় বগুড়ার পুলিশ কনস্টেবল চ্যাম্পিয়ন

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ২৭ নভেম্বর ২০১৮ ১৭:৪৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৩৬ বার।

জাতীয় বক্সিং প্রতিযোগিতায় লাইট ওয়েট (৫২ কেজি) ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে বগুড়ার পুলিশ কনস্টেবেল মোঃ মোরসালীন (নম্বর- ১৬৯২)। সম্প্রতি অনুষ্ঠিত ওই প্রতিযোগিতায় সে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিযোগীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। বগুড়ায় পুলিশের মিডিয়া বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী মঙ্গলবার রাতে এ তথ্য জানিয়েছেন। বগুড়া জেলা  পুলিশে কর্মরত মোরসালীনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়।

সনাতন চক্রবর্তী কনস্টেবল মোঃ মোরসালিনকে কৃতি মুষ্টিযোদ্ধা উল্লেখ করে বলেছেন, এর আগে ২০১৩ সালেও সে বাংলাদেশ গেমস্-এ রৌপ্যপদক অর্জন করেছে। ধারাবাহিক সাফল্য দেখানোর কারণে সে এ পর্যন্ত তিনবার ন্যাশনাল ক্যাম্পে ডাক পেয়েছে। তিনি বলেন, ‘মোরসালীন বগুড়া জেলা পুলিশের একজন গর্বিত সদস্য। সে বগুড়া জেলা পুলিশের ভাবমূর্তিকে আরও উপরে তুলে ধরেছে।তাকে নিয়ে আমরা গর্বিত।’