৩০ বিচারক হোম কোয়ারেন্টাইনে

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৮ মার্চ ২০২০ ১৪:৪১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৯১ বার।

ট্রেনিং শেষে অস্ট্রেলিয়া থেকে দেশে আসা জেলা পর্যায়ের ৩০ বিচারককে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর মধ্যে জেলা জজ রয়েছেন ১৩ জন। অন্য ১৭ জন অতিরিক্ত জেলা জজ ও যুগ্ম জেলা জজ রয়েছেন।

দুই সপ্তাহের ট্রেনিং শেষে গত ১৫ মার্চ দেশে ফিরে এলে তাদের নিজ বাসা-বাড়িতে অন্তরীণ অবস্থায় রাখা হয়।

আইন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ড. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৯ ফেব্রুয়ারি দেশের ৩০ বিচারক ট্রেনিংয়ের জন্য অস্ট্রেলিয়ার সিডনি যান। ট্রেনিং শেষে ১৫ মার্চের আগে তারা ফিরে আসেন। দেশে আসার পর থেকেই তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।