চীন থেকে ২০ হাজার কিট, ৯ লাখ মাস্ক আনলেন গাজীপুরের মেয়র জাহাঙ্গীর

পুন্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৭ মার্চ ২০২০ ০৮:০৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৫৬ বার।

করোনাভাইরাস থেকে নগরবাসীকে সুরক্ষা দিতে চীন থেকে ২০ হাজার কিট, ৯ লাখ মাস্ক, ৬ হাজার বিশেষ গাউন ও শরীরের তাপমাত্রা মাপার ৩০০ যন্ত্র এনেছে গাজীপুর সিটি কর্পোরেশন। বৃহস্পতিবার এসব সরঞ্জামাদি বিমানবন্দরে এসে পৌঁছে। খবর যুগান্তর অনলাইন

সকালে গাজীপুরের সিটি মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও জেলার সরকারি কর্মকর্তারা রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হয়ে এসব কিট, মাস্ক, গাউন ও তাপমাত্রার যন্ত্র গ্রহণ করেন। এর আগে বিশেষ একটি কার্গো বিমানে এসব সরঞ্জামাদি বিমানবন্দরে এসে পৌঁছে। দ্বিতীয় ধাপে আগামী শনিবার আরও কিট, মাস্ক ও গাউন আসবে বলে জানা গেছে।

এ বিষয়ে গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলম বলেন, মহামারী করোনাভাইরাস থেকে নগরবাসীকে সুরক্ষিত রাখার জন্যই ব্যক্তিগত উদ্যোগে চীন থেকে কিট, মাস্ক ও গাউন এনেছেন। শুধু নগরবাসীকেই নয়, পুরো জেলায় এসব জিনিস বিতরণের পরিকল্পনা রয়েছে তার।

এর আগে চীনে করোনাভাইরাস ছড়িয়ে পড়লে সহায়তা হিসেবে কয়েক লাখ মাস্ক পাঠান মেয়র জাহাঙ্গীর।