উল্লাপাড়ায় পানির চেয়েও কম দামে বিক্রি হচ্ছে দুধ

পুন্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৭ মার্চ ২০২০ ১২:৩৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১১৩ বার।

বাজারে এখন এক লিটার বোতলজাত পানির দাম ২৫ টাকা, কিন্তু সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুধ পাওয়া যাচ্ছে তার চেয়েও কম দামে । দু’দিন ধরে উপজেলার হাট-বাজারে কখনও ২০ কখনও ২৫ টাকা লিটার দরে দুধ বিক্রি হচ্ছে। এছাড়াও খামারি ও বিক্রেতারা গ্রামে ফেরি করে দুধ বিক্রি করছেন। অথচ ৩দিন আগেও উল্লাপাড়ার হাট-বাজারে প্রতি লিটার দুধ ৪৫ থেকে ৫০ টাকা দরে বিক্রি হয়েছে। খবর সমকাল অনলাইন
উপজেলার নলসোন্ধা গ্রামের দুধ ব্যবসায়ী বাহাদুর আলী ও সুজা গ্রামের খামারী শাহ আলম জানান, করোনাভাইরাসের কারণে ২৫ মার্চ থেকে উপজেলার মিষ্টির দোকান, ঘোল উৎপাদনের কারখানা, রেস্টুরেন্ট সব বন্ধ করে দেওয়ায় এসব জায়গায় আর তারা দুধ সরবরাহ করতে পারছেন না। ফলে দুধের দাম অনেক কমে গেছে। সংসারের প্রয়োজনে তারা এখন গ্রামে গ্রামে ফেরি করে ২০ থেকে ২৫ টাকা লিটার দরে দুধ বিক্রি করছেন। 

তারা বলেন, গ্রামাঞ্চলেও দুধের ক্রেতা অনেক কম। লোকজন ভয়ে আতঙ্কে বাইরের কারো কাছ থেকে দুধ কিনতে রাজি হচ্ছেন না। ফলে উৎপাদিত দুধ নিয়ে তারা আগামী দিনগুলোতে আরো বিপদের সম্মুখীন হবেন বলে আশঙ্কা করছেন।