বগুড়ার আদমদীঘিতে একজনের করোনায় আক্রান্ত গুজবে তোলপাড়

আদমদিঘী(বগুড়া)প্রতিনিধি
প্রকাশ: ২৭ মার্চ ২০২০ ১৩:১২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৬৭ বার।

বগুড়ার আদমদীঘিতে তৌফিক নামের এক ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এমন গুজবে এলাকাজুড়ে তোলপাড়ের সৃষ্টি হয়। এই গুজব সংবাদে গত বৃহস্পতিবার উপজেলার কৈকুড়ি গ্রামে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ গ্রামে পৌঁছে তৌফিকসহ পরিবারের সকলকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়ে বাড়ীতে লাল পতাকা টাঙ্গিয়ে দিয়েছেন। 
আদমদীঘি উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা; শহীদুল্লাহ দেওয়ান জানান, গত বৃহস্পতিবার সকালে কৈকুড়ি গ্রামে এক ব্যক্তির শরীর করোনাভাইরাসের উপসর্গ দেখা দিয়েছে। এমন সংবাদের ভিক্তিতে প্রশাসনসহ মেডিক্যাল টিম দ্রুত ওই গ্রামে পৌঁছে তৌফিক নামের ব্যক্তির সাথে সাক্ষাত করলে তৌফিক জানায়, সে কুমিল্লায় একটি কম্পিউটার দোকানে কাজ করতেন। সেখানে থাকা কালে তার জ¦র ও সর্দি কাশি হয়। এরপর সে নিজ বাড়ি কৈকুড়ি গ্রামে আসলে করোনা আক্রান্ত গুজব ছড়িয়ে পড়ে। বর্তমানে করোনা আতংকে তৌফিকসহ তার পরিবারের সকল সদস্যকে নিজবাড়িতে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ ও বাড়িতে লাল পতাকা টাঙ্গিয়ে দেয়া হয়েছে। এছাড়া গ্রামের সকলকে মাস্ক ব্যবহার ও হাত সর্বদা সাবান দিয়ে ধোয়ার পরামর্শ দেয়া হয়েছে।