বগুড়ায় ইজিবাইকসহ এক চোর গ্রেফতার

আদমদিঘী(বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৭ মার্চ ২০২০ ১৩:২২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৭৭ বার।

বগুড়ার আদমদীঘিতে চুরি যাওয়া ব্যাটারি চালিত ইজিবাইক (টমটম) নাটোর থেকে উদ্ধারসহ আন্তঃজেলা চোরচক্রের মুল হোতা মাসুদ রানা (৩০))কে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার রাতে নাটোর এলাকা থেকে চোরাই টমটম উদ্ধার ও মাসুদ রানাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়। মাসুদ রানা উপজেলার রামপুরা গ্রামের দিলরের ছেলে। এ ঘটনায় টমটমরে মালিক উপজেলার দমদমা গ্রামের জামিনুল ইসলাম বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।
গত মঙ্গলবার দিবাগত রাতে আদমদীঘির দমদমা গ্রামের জামিনুল ইসলামের একটি ব্যাটারি চালিত ইজিবাইক (টমটম) চুরি যায়। এ ব্যাপারে আদমদীঘি থানায় অবহিত করার পর পুলিশ তৎপতা চালিয়ে পরদিন বুধবার রাতে নাটোর এলাকা থেকে চোরাই ওই টমটম উদ্ধার ও মাসুদ রানাকে গ্রেফতার করে। ওসি জালাল উদ্দীন জানান, মাসুদ রানা অন্তঃজেলা চোরচক্রের একজন সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে একাধিক চুরি মামলা রয়েছে।