৩ বছর পর কোমা থেকে জেগে উঠলেন ডাচ ফুটবলার

পুন্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৭ মার্চ ২০২০ ১৪:৩২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১০২ বার।

প্রায় তিন বছর পর কোমা (অচেতন ঘুম) থেকে ফিরেছেন ডাচ ফুটবলার আবদেলহাক নুরি। ২০১৭ সালের জুলাইতে ক্লাব পর্যায়ের একটি প্রীতি ম্যাচ খেলতে গিয়ে কার্ডিয়াক অ্যারেস্টের পর মাঠে পড়ে যান তিনি।

ডাচ নিউজ আউটলেট এডি জানিয়েছে, নুরি এখন খাচ্ছেন, ঘুমাচ্ছেন। কিন্তু অন্যের ওপর নির্ভরশীল।

৩২ মাস আগে মাঠে লুটিয়ে পড়ার পর মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় ‍নুরীর। তার ক্লাব অ্যাজাক্স তখন জানায়, আঘাত ‘দীর্ঘস্থায়ী’।

সেদিন হৃৎস্পন্দন দুর্বল হয়ে গেলেও মাঠে বেঁচেছিলেন নুরি। পরে বিমানে করে হাসপাতালে নেয়া হয়। এই ঘটনার পর আমস্টারডাম-ভিত্তিক ক্লাবটির চিকিৎসক ডন ডি উইন্টার বরখাস্ত হন।

উয়েফার নির্দেশনা না মেনে দেরি করে সেবা দেন উইন্টার। অ্যাজাক্স সিইও তখন বলেন, কার্ডিয়াক অ্যারেস্ট থেকে রক্ষার জন্য আরও আগে ডিফিব্রিলেটর ব্যবহার করা উচিত ছিল।

ফুটবলারের ভাই আব্দেররাহিম এডিকে বলেন, ‘নুরি এখন ভালো আছে। বিশেষভাবে বানানো একটি বাড়িতে রাখা হয়েছে।’

‘ও কোথায় আছে, সেটি বুঝতে পারছে। পরিচিত পরিবেশে তার এখন ভালো লাগছে বলে আমরা ধারণা করছি।’

প্রতিবেদনে বলা হয়েছে, ২২ বছর বয়সী এই ফুটবলারের সঙ্গে তার পরিবারের লোকজন চোখের ইশারায় কথা বলছেন। বিছানায় শুয়ে কয়েকটি ফুটবল ম্যাচও দেখেছেন।