খালেদা জিয়ার মুক্তিকে স্বাগত জানালো ইইউ

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৭ মার্চ ২০২০ ১৬:১৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৭৮ বার।

সরকারের নির্বাহী আদেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।  শুক্রবার( ২৭ মার্চ) সংস্থাটির ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। 

বিবৃতি বলা হয়,  বিএনপির চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তিকে স্বাগত জানাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। তারা আশা করেন,  খালেদা জিয়া এখন যথাযথ  চিকিৎসা সুবিধা পাবেন।

তারা আরও জানায়, বাংলাদেশে আইনের শাসন, গণতন্ত্র , স্বাধীন বিচার বিভাগ , মানবাধিকার রক্ষা বিষয়ে  ইউরোপীয় ইউনিয়ন পুনব্যর্ক্ত করছে। সেই সঙ্গে মহামারি করোনা ভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা করতে প্রস্তুত রয়েছে ইউরোপীয় ইউনিয়ন।