চালুর কয়েক ঘণ্টা পর চীনে সিনেমা হল বন্ধের নির্দেশ

পুন্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৮ মার্চ ২০২০ ০৮:৩৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩৭ বার।

পুনরায় চালু হওয়ার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে চীনের ন্যাশনাল ফিল্ম বোর্ডের নির্দেশে সাংহাইতে বন্ধ হলো কমপক্ষে ২০০টি সিনেমা হল।

সিনহুয়া ডেইলি নিউজ জানায়, করোনা বিপর্যয়ে নতুন ঝুঁকি বিবেচনায় নিয়ে হলগুলো বন্ধ করে দেওয়া হয়। তবে প্রেক্ষাগৃহগুলো কবে নাগাদ চালু হতে পারে নির্দেশনায় সে কথা উল্লেখ নেই।

সপ্তাহখানেক আগে দেশটির মূল ভূখণ্ডে ৫০০টির মতো থিয়েটারে সিনেমা মুক্তি পায়। প্রদর্শনের তালিকায় ছিল সর্বকালের শীর্ষ আয়ের ‘উলফ ওয়ারিয়র টু’ বা ‘হ্যারি পটার অ্যান্ড দ্য সকারস স্টোন’-এর সিনেমা। কিছু সংখ্যক দর্শককে প্রেক্ষাগৃহে ভিড় করতেও দেখা গেছে।

করোনা মহামারির সূচনা দেশটি থেকে শুরু হলেও বর্তমানে ভাইরাসটির সংক্রমণ কমে এসেছে। এমনকি গত সপ্তাহে জানানো হয়, উৎসস্থল উহান প্রদেশে নতুন করে কেউ কভিড-নাইনটিনে আক্রান্ত হয়নি।

মার্চের শুরুতে চীনে বক্স অফিসে পতন দেখা দেয়। প্রায় ২০০ কোটি ডলার আয় হ্রাস পায়। এই সময় করোনার কারণে ৭০ হাজার সিনেমা হল বন্ধ রাখতে বাধ্য হন প্রদর্শকরা।