চড়ছে তাপমাত্রা, কমবে সংক্রমণ? কী বলছেন বিশেষজ্ঞ?

পুন্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৮ মার্চ ২০২০ ১২:২৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১০৪ বার।

আবহাওয়ার পারদ চড়লে কি নিষ্ক্রিয় হবে করোনা ভাইরাস?

সবাই যখন করোনার হাত থেকে রেহাই পাওয়ার চেষ্টা করছেন তখনই ভারতের প্রথম সারির মাইক্রো বায়োলজিস্টরা শুনিয়েছেন আশার বাণী। তাপমাত্রা বাড়লে করোনা সংক্রমণ অনেকটাই নাকি কমবে। টানা ২১ দিন লকডাউন থাকলে ভারতে এমনিতেই ভাঙবে ভাইরাসের শৃঙ্খল বা চেইন। সেই সঙ্গে যদি তাল মিলিয়ে তাপমাত্রা বাড়ে তাহলে আরও দ্রুত হ্রাস পাবে সংক্রমণ। অ্যাসোসিয়েশন অফ মাইক্রোবায়োলজিস্ট (এএমআই) প্রধান এবং প্রখ্যাত মাইক্রোবায়োলজিস্ট অধ্যাপক জে. এস. বির্দি জানিয়েছেন, "আশা করা যায় এপ্রিলের শেষের দিকে, তাপমাত্রার বৃদ্ধিই এদেশে করোনা সংক্রমণ রোধ করবে।"

এএমআই সেক্রেটারি জেনারেল অধ্যাপক প্রত্যুষ শুক্লা বলেছেন, "এই তথ্য অনেকটাই গ্রহণযোগ্য। আমি চিনের কয়েকজন সহকর্মীর সঙ্গে কথা বলেছি। তাঁরা আমাদের বলেছেন, কোভিড-১৯ ভাইরাস গরম সহ্য করতে পারে না।"

সমীক্ষা আরও বলেছে, ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত থাকে ভাইরাসের প্রভাব। তবে মাইক্রোবায়োলজিস্টদের বিশ্বাস, কিছু কোভিড-১৯ আবহাওয়ার সঙ্গে পরিবর্তিত হতে পারে। তাঁরা আরও বলেন, বায়ুতেও সম্ভবত ছড়ায় এই ভাইরাস। ১৯৩৮-এ ৫০০ জন মাইক্রোবায়োলজিস্ট সদস্য নিয়ে গঠিত এএমআইয়ের আশা, ২১ দিনের লকডাউন ভারতে এই সংক্রমণ অনেকটাই রোধ করতে সক্ষম হবে। একই সঙ্গে এএমআই সভাপতি বির্দি বলেছেন, খুব শিগগিরিই মাইক্রোবায়োলজিস্টদের শীর্ষ সংগঠনটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য বৈঠকে বসবে। এনডিটিভি