করোনার চিকিৎসায় ফ্রান্সেও ম্যালেরিয়ার ওষুধ

পুন্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৯ মার্চ ২০২০ ০৯:৫২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৪৬ বার।

জর্ডানসহ কয়েকটি দেশের পর ফ্রান্স সরকারও নভেল করোনাভাইরাসের চিকিৎসায় ম্যালেরিয়া রোগের ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহারের অনুমতি দিয়েছে।

ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ওষুধটি সরাসরি কোনো ফার্মেসি থেকে কেনা যাবে না। নির্দিষ্ট হাসপাতালে গেলে চিকিৎসকেরা প্রয়োজন মনে করলে ওষুধটি দেবেন।

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া নতুন ভাইরাসে গোটা পৃথিবীতে এখন পর্যন্ত ৩০ হাজার ৮২২ জনের প্রাণ গেছে। সবচেয়ে বেশি মারা গেছে ইতালিতে, ১০ হাজার ২৩ জন। চীনে ৩ হাজার ১৭৭ জন। ফ্রান্সে মারা গেছে ২ হাজার ৩১৭ জন।

সম্প্রতি ফ্রান্সের গবেষণায় দেখা গেছে, ম্যালেরিয়া রোগের চিকিৎসায় ব্যবহৃত হাইড্রোক্সিক্লোরোকুইন অ্যান্টিভাইরালের সঙ্গে ব্যবহার করলে সেটি করোনাভাইরাসের সংক্রমণ রোধে কার্যকর হতে পারে। কয়েক দশক ধরে বিশ্বের বিভিন্ন দেশে ম্যালেরিয়া রোগের চিকিৎসায় হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহার করা হয়।