বগুড়ার ধুনটে ৫ স্বাস্থ্য কেন্দ্রের জন্য এমপি হাবিবের উপহার

আমিনুল ইসলাম শ্রাবণ
প্রকাশ: ৩০ মার্চ ২০২০ ১২:৫০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৪৬৬ বার।

বগুড়ার ধুনট উপজেলার ৫টি উপস্বাস্থ্য কেন্দ্রে মেডিকেল অফিসার নিশ্চিত করার লক্ষ্যে চিকিৎসকদের চেয়ার ও টেবিল উপহার দিলেন সংসদ সদস্য হাবিবর রহমান। সোমবার বিকেলে চেয়ার-টেবিলগুলো চিকিৎসকদের নিকট হস্তান্তর করা হয়। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ধুনট উপজেলার ৯টি ইউনিয়নে মেডিকেল অফিসারের পোষ্ট রয়েছে। এরমধ্যে ৫টি ইউনিয়নে চিকিৎসকদের বসার কোনো ব্যবস্থা ছিলো না। যার কারনে এসব ইউনিয়নে মেডিকেল অফিসারগণ চিকিৎসা সেবা দিতে পারছিলেন না। 

সোমবার দুপুর ১২টায় সংসদ সদস্য হাবিবর রহমানের পক্ষে চলমান করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য বিভাগের খোঁজ খবর নিতে আসেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন ও সংসদ সদস্যের পুত্র আসিফ ইকবাল সনি। এসময় চিকিৎসকরা ৫টি উপস্বাস্থ্য কেন্দ্রের টেবিল-চেয়ার সমস্যার বিষয়টি অবগত করেন। বিষয়টি জানার পর উদ্যোগ নেন সাংসদ হাবিবর রহমান। বিকেল ৫টায় তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের জন্য টেবিল চেয়ার পাঠিয়ে দেন।

টেবিল চেয়ার হস্তান্তরকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আসিফ ইকবাল সনি, পৌর আ.লীগের আহবায়ক আশেকুর রশিদ হেলাল, আ.লীগ নেতা শফিকুল ইসলাম চাঁন, প্রভাষক সিরাজুল হক লিটন, মেডিকেল অফিসার ডা. একেএম মাহফুজুল হাসান ও ডা. সাদিয়া সুলতানা উপস্থিত ছিলেন।

ধুনট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসানুল হাসিব বলেন, ৫টি ইউনিয়নে মেডিকেল অফিসারদের বসার কোনো ব্যবস্থা ছিলো না। আজ বিষয়টি দুপুর ১২টায় সংসদ সদস্যকে অবগত করা হয়। ৫ঘন্টা পর তিনি প্রতিটি স্বাস্থ্য কেন্দ্রের জন্য ১টি টেবিল, চিকিৎসকের ১টি চেয়ার ও রোগীদের জন্য ২টি করে চেয়ার পাঠিয়েছেন। আমরা সংসদ সদস্য মহোদয়ের প্রতি কৃতজ্ঞ।