কোভিট-১৯’র সংক্রমণ প্রতিরোধে ব্র্যাক মাঝিড়া শাখার নানা কর্মসূচি

শাজাহানপুর(বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ৩১ মার্চ ২০২০ ১১:৩৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১২৯ বার।

সরকারের নির্দেশনা মোতাবেক ব্র্যাক প্রধান কার্যালয়ে গৃহিত কর্মসূচির অংশ হিসেবে নভেল করোনা ভাইরাস (কোভিট-১৯) সংক্রম প্রতিরোধে নানা কর্মসূচি শুরু করছে ব্র্যাক বগুড়ার মাঝিড়া শাখা। কর্মসূচির মধ্যে রয়েছে হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ডগ্লোভস্, সচেতনতা মূলক লিফলেট বিতরন এবং মাইকিং, গুরুত্বপূর্ণ স্থান সমূহে হাত ধোয়ার বেসিন স্থাপন এবং জীবাণুনাশক স্প্রে করা। 
শাজাহানপুর উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু প্রধান অতিথি হিসেবে  মঙ্গলবার এসব কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাজাহানপুর থানার ওসি আজীম উদ্দিন, ব্র্যাক বগুড়ার ডিভিশনাল ম্যানেজার কে এ রহমান, জেলা সমন্বয়কারী বাবলী সুরাইয়া, আঞ্চলিক ব্যবস্থাপক রফিকুল ইসলাম, আঞ্চলিক ব্যবস্থাপক (প্রগতি বগুড়া-১) একেএম আলিমুজ্জামান, আঞ্চলিক ব্যবস্থাপক (প্রগতি বগুড়া-২) আব্দুল করিম, মাঝিড়া শাখা ব্যবস্থাপক সেলিনা আখতার, এলাকা ব্যবস্থাপক (দাবি) হানিফ উদ্দিন, উপজেলা হিসাব ব্যবস্থাপক রামকৃষ্ণ সাহা, আঞ্চলিক হিসাব ব্যবস্থাপক সুবির কুমার সরকার প্রমুখ।