নওগাঁয় কর্মহীন মানুষের পাশে যারা

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ৩১ মার্চ ২০২০ ১২:৫৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২২৬ বার।

নওগাঁয় করোনাভাইরাস মোকাবেলায় জনসমাগম এড়াতে কর্মহীন হয়ে পড়া দিন মজুর, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের সহায়তায় এগিয়ে আসতে শুরু করেছে বিভিন্ন ব্যাক্তি প্রতিষ্ঠান ও সংগঠন। মঙ্গলবার দিনব্যাপী নওগাঁর ধামইরহাট পৌরসভার মেয়র মো. আমিনুর রহমান  ব্যাক্তি উদ্যোগে ৪২০ টি পরিবারের বাড়ি বাড়ি গিয়ে চাল, মসুর ডাল, সয়াবিন  তৈল, সাবান ও লবনের প্যাকেট পৌছে দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী,থানা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ওবায়দুল হক সরকার,ভাইস চেয়ারম্যান সোহেল রানা,খাজা ময়েন উদ্দিন, পৌর কাউন্সিলর মুক্তাদিরুল হক।
একইদিন ধামইরহাট উপজেলার আমাইতাড়া বণিক সমিতির উদ্যোগে ছিনমুল ব্যবসায়ী ও পথচারীদের চাল, ডাল, লবন, আলু, তৈল ও সাবান বিতরণ করেন বনিক সমিতির সভাপতি জহুরুল ইসলাম ও সম্পাদক বেলাল হোসেন।
ওইদিন বিকেলে ধামইরহাট বেড়াডাঙ্গা তালঝাড়ী গ্রামে হাটনগর গ্রাম সামাজিক শক্তি কমিটির আয়োজনে ও ব্র্যাক আলট্রাপোর গ্রাজুয়েশন প্রোগ্রামের সহযোগিতায় কর্মহীন আদিবাসী ৮০ পরিবারের মাঝে প্রত্যেককে ৫ কেজি চাল, ২ কেজি ডাল,১ কেজি আলু এবং মাস্ক বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন হাটনগর গ্রাম সামাজিক শক্তি কমিটির সভাপতি মো.আব্দুল হাকিম,দাবী কর্মসূচির এলাকা ব্যবস্থাপক মো.আমজাদ হোসেন, আল্ট্রাপোর গ্র্রাজুয়েশন কর্মসূচির শাখা ব্যবস্থাপক মো. আব্দুর রশীদ।
এদিকে সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকল্প কর্মকর্তা মাহবুবুর রহমান, ইউপি চেয়ারম্যান বেদারুল ইসলাম মকুল, ইউপি সদস্য আব্দুল মানিক ও আজিজুল হক সোমবার রাতে চন্ডিপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাড়ি বাড়ি ঘুরে দরিদ্র পরিবারগুলোর মাঝে চাল, ডাল, আলু ও অন্যান্য খাদ্য সামগ্রীরসহ ১৫ কেজি ওজনের একটি করে প্যাকেট বিতরন করেন।