করোনাভাইরাস ঠেকাতে জাতীয় কমিটি করুন: ফখরুল

পুন্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ৩১ মার্চ ২০২০ ১৫:০৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৯৮ বার।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় জাতীয় কমিটি গঠন করা প্রয়োজন। আমরা সরকারকে সাহায্য করতে চেয়েছি। ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছি। অথচ এখনও একটি জাতীয় কমিটি তৈরি হয়নি। যেটি করা উচিত ছিল। 

সোমবার দুপুরে উত্তরার বাসায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। খবর সমকাল অনলাইন

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের এই নিম্নমুখী অর্থনৈতিক অবস্থায় এ ধরনের সংকট মোকাবিলার জন্য প্রয়োজন জাতীয় ঐক্য সৃষ্টি করা। এখনও সময় আছে, জাতীয় কমিটি গঠন করা উচিত।

এই কমিটি গঠনের প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, প্রধানমন্ত্রীকেই এ উদ্যোগ নিতে হবে। রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী- সবাইকে নিয়ে তিনি এটা করতে পারেন। তখন সবার মধ্যে এই ধারণা আসবে, আমরা এক। আমরা সব করতে পারি। বিএনপির নেতাকর্মীরা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করে করোনার কারণে ঘরবন্দি, বিশেষত খেটে খাওয়া মানুষের কাছে খাবার পৌঁছে দিচ্ছে বলে জানান বিএনপি মহাসচিব। 

তিনি বলেন, খেটে খাওয়া মানুষের অর্থনৈতিক সমস্যা এখন সবচেয়ে বড় সমস্যা। দেশের বেশিরভাগ মানুষই দিন আনে দিন খায়। এসব মানুষের জন্য দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে না পারলে বড় রকমের বিপর্যয় দেখা দেবে। যেমনটা ১৯৭৪ সালে দেখেছি। তিনি আরও বলেন- সেনাবাহিনী, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক দলগুলোকে এ কাজে সম্পৃক্ত করা গেলে খুবই ভালো হবে। তবে এ জন্য বরাদ্দ থাকতে হবে, পর্যাপ্ত খাদ্য সামগ্রী থাকতে হবে।

মির্জা ফখরুল বলেন, হাসপাতালগুলোতে অন্য কোনো রোগে কেউ অসুস্থ হয়ে গেলেও চিকিৎসা পাচ্ছেন না। তাই করোনা বিষয়টাকে পুরোপুরি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে নয়, মানবিক দৃষ্টিকোণ থেকে দেখতে হবে। সরকারকে উদ্যোগী ভূমিকা নিতে হবে। দায়দায়িত্ব সরকারের, তাই তাকেই ঠিক করতে হবে, বিরোধী দলকে কীভাবে কাজে লাগানো যাবে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কীভাবে সম্পৃক্ত করা যাবে।

বিএনপি মহাসচিব বলেন, করোনা পরিস্থিতিতে ছুটি ঘোষণা করে তার দু'দিন পর পর্যন্ত পরিবহন চালু রাখা সরকারের বড় ভুল। চীনের ঘটনার পর সরকার যথাযথ প্রাক-প্রস্তুতি নিলে সমস্যা প্রকট হতো না।

তবে তাপমাত্রা যত বাড়বে, তত ভাইরাসের প্রকোপ কমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।