৭ দিন পড়ে থাকলেও কাছে গেল না কেউ, এগিয়ে এল পুলিশ

পুন্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ৩১ মার্চ ২০২০ ১৮:৪৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৭৯ বার।

জ্বর-সর্দিতে আক্রান্ত মনোয়ারা বেগম (৪২) নামে এক নারীকে অবশেষে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। খবর পেয়ে সোমবার রাতে সদর থানা পুলিশের দুটি দল তাকে উদ্ধার করে। পঞ্চগড়ের রেলওয়ে স্টেশনে সাত দিন পড়ে থাকলেও করোনায় আক্রান্ত হয়েছেন ভেবে আতঙ্কে কেউ তাকে সহায়তায় এগিয়ে আসেনি। তবে ওই নারীর শরীরে করোনার উপসর্গ পাননি বিশেষজ্ঞ চিকিৎসকরা। খবর সমকাল অনলাইন 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দিনাজপুরের বালু বাড়ি থেকে গত ২৪ মার্চ পঞ্চগড়ে এসেছিলেন মনোয়ারা বেগম। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ওইদিন থেকে সব যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেলে তিনি পঞ্চগড়ের রেলস্টেশনেই আটকা পড়েন। সপ্তাহজুড়ে তিনি স্টেশনেই ছিলেন। একপর্যায়ে তিনি জ্বর ও সর্দি-কাশিতে আক্রান্ত হন। তাকে অসুস্থ বুঝতে পেরে করোনা সংক্রমণের ভয়ে কেউ কাছে যাননি। পরে পুলিশ সুপারের বিশেষ তত্ত্বাবধানে ওই নারীকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি নিজের নাম ও পরিচয় দেন। তবে তিনি কেন এসেছেন এবং কোথায় যাবেন এর কিছু বলতে পারেননি।

সদর থানা পুলিশের ওসি আবু আককাছ আহমেদ বলেন, খবর পাওয়ার পর পুলিশ সুপারের নির্দেশে আমরা ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি। জ্বর-সর্দিতে আক্রান্ত হওয়ার পর তিনি খেয়ে না খেয়ে অসুস্থ হয়ে পড়েন।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সিরাজউদ্দৌলা পলিন বলেন, হাসপাতালে ভর্তির পর ওই নারীকে যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। তিনি জ্বর এবং সর্দি-কাশিতে ভুগছেন। বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

পঞ্চগড় পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী বলেন, উদ্ধারের সময় ওই নারীকে জীবাণুনাশক ছিটিয়ে পুলিশ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরাও ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম ব্যবহার করে তার কাছে যান এবং চিকিৎসাসেবা দেন। তাকে হাসপাতালে ভর্তি করে পর্যবেক্ষণে রাখা হয়েছে।