টি-টেন লিগের শিরোপা নর্দার্ন ওয়ারিয়র্স

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০১৮ ০৫:৫৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৮৩ বার।

বাংলাদেশ সফরে ক্যারিবীয়রা টেস্ট সিরিজে ধবলধোলাই হলেও টি-টেন লিগ মাতিয়েছে তাদেরই অভিজ্ঞ তারকারা। রোভম্যান পাওয়েল ও আন্দ্রে রাসেলের দুর্দান্ত ইনিংসে দ্বিতীয় আসরের শিরোপা জিতেছে নর্দার্ন ওয়ারিয়র্স। পাখতুনসকে তারা হারিয়েছে ২২ রানে।

ফাইনালের দিনটি নির্ধারিত হয়েছিলো আরব আমিরাতের ৪৭তম জাতীয় দিবসে। নর্থ স্ট্যান্ডে বিনামূল্যে প্রবেশের সুযোগ দেওয়ায় পুরো শারজাহ স্টেডিয়াম ছিলো কানায় কানায় পূর্ণ। এমন ভরপুর মাঠে শুরুতে টস হেরে ব্যাট করতে নেমে দর্শকদের বিনোদন দেয় নর্দার্ন। ঝড়ো ইনিংস উপহার দেন রোভম্যান পাওয়েল। তার ২৫ বলে করা ঝড়ো ৬১ রানের ইনিংসে ও রাসেলের ১২ বলে করা ৩৮ রানের মিনি ঝড়েই ১৪০ রানের বিশাল পুঁজি সংগ্রহ করে নর্দার্ন ওয়ারিয়র্স। রাসেল দলীয় শত রানের পর ফিরে গেলেও অপরাজিত ছিলেন পাওয়েল।

জবাবে ১০ ওভারের খেলায় হুমড়ি খেয়ে পড়ে পাখতুনস। ৭ উইকেটে ১১৮ রান করতে পারে শহীদ আফ্রিদির দল। সর্বোচ্চ ৩৭ রান আসে ফ্লেচার আর শাফিকুল্লাহ করেন ২৬ রান। ম্যাচসেরা পাওয়েল।