বগুড়ার শিবগঞ্জে অসহায় ও কর্মহীন মানুষের পাশে ছাত্রলীগ

শিবগঞ্জ(বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২০ ১৩:১৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১১৭১ বার।

করোনাভাইরাস মোকাবেলায় বগুড়ার শিবগঞ্জ উপজেলায় অসহায় ও কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছেন উপজেলা ছাত্রলীগ। সংগঠনটি গরীব অসহায় ও খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়ে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। এখন পর্যন্ত এই সংগঠনের পক্ষে উপজেলার ১২ ইউনিয়ন ও একটি পৌরসভায় ১০০০ পরিবারকে চাল, ডাল, তেল, আলু দেওয়া হয়েছে। সেই ৪০০০ হাজার মানুশের মাঝে মাস্ক,সানিটারজার ও গ্লাভস বিতরণ করেছে।  
শিবগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সভাপতি রিজ্জাকুল ইসলাম রাজু গত ২৪ দিন ধরে কর্মহীন অসহায় মানুষের জন্য বিনামূল্যে মাস্ক ও সাবান দিতে সততা স্টোর নামের দোকান খুলেছেন। সেই দোকান থেকে প্রতিদিন বিভিন্ন এলাকার অসহায় মানুষ সামাজিক নিরাপদ মেনে সততা স্টোর থেকে সাবান ও মাস্ক নিয়ে যাচ্ছে। একই সঙ্গে তিনি কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছেন।
শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি রিজ্জাকুল ইসলাম রাজু জানান, করোনাভাইরাসের হাত থেকে সাধারণ মানুষকে সুরক্ষিত থাকতে তিনি প্রচারণা, লিফলেট বিতরণ, দোকানের সামনে বৃত্ত এঁকে দিয়েছেন। ১২ ইউনিয়নে গঠন করেছেন স্বেচ্ছাসেবক টিম। তাদের মাধ্যমে সাবান, মাস্কসহ এখন খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন। উপজেলার গরীব, দুস্থদের জন্য উপজেলা পরিষদ সম্মুখে ৪ মাথা নামক স্থানে সততা স্টোর স্থাপন করা হয়েছে। সেখান থেকে বিনামূল্যে ১টি করে মাস্ক ও সাবান নিয়ে যাচ্ছেন জনসাধারণ। সব কিছুই দিচ্ছেন ব্যক্তিগত তহবিল থেকে। 
দোকানের সামনে একটি সাইনবোর্ডে লেখা রয়েছে প্রয়োজন অনুযায়ী একটি সাবান ও একটি মাস্ক গ্রহণ করুন। কেউ দুই বার নিবেন না। এভাবেই প্রতিদিন এই সততা স্টোর থেকে লোকজন মাস্ক ও সাবান নিয়ে যাচ্ছেন। 
এছাড়াও প্রতিদিন ১০০ পরিবারকে চাল, ডাল, তেল, আলু দেয়া হচ্ছে। ইতোমধ্যেই ১০০০ পরিবারকে তা পৌছে দেয়া হয়েছে। এই ধারা অব্যহত থাকবে। 
তিনি উপজেলার ১২ ইউনিয়ন ও ১টি পৌরসভার সর্বস্তরের মানুষকে করোনাভাইরাস থেকে নিজেদেরকে সুরক্ষিত রাখতে জনসচেতনতা সৃষ্টিতে কাজ করে যাচ্ছেন। 
সংগঠনের নেতা আবু রায়হান জানান, ছাত্রলীগ সভাপতির নেতৃত্বে আমা ২০ জনের একটি টিম করেছি। তারা প্রতিটি এলাকায় কর্মহীন মানুষকে খুঁজে বের করে খাদ্য সহায়তা পৌছে দিচ্ছি। কষ্ট হলেও গত ২৪ দিন ধরে আমরা সম্পুর্ণ নিজ উদ্যোগে এই কাজটি করে যাচ্ছি।