ধুনটে প্রবাসীর বাড়ি লকডাউন

আমিনুল ইসলাম শ্রাবণ. ধুনট উপজেলা (বগুড়া) থেকে
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২০ ১৫:৫৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩৩৫ বার।
বগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের হেউটনগর গ্রামে মালয়েশিয়া প্রবাসীর বাড়ি লকডাউন করা হয়েছে। শনিবার রাত ৯টায় ধুনট উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) রাজিয়া সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন। কারণ হিসেবে তিনি জানিয়েছেন ওই প্রবাসীর ২৩ বছর বয়সী ছেলে  করোনা উপসর্গ নিয়ে শনিবার বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি হওয়ায় সতর্কতামূলক হিসেবে ওই পদক্ষেপ নেওয়া হয়।
হেউটনগর গ্রামের এক মালয়েশিয়া প্রবাসীর ওই ছেলে ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করে। গত ৬ দিন আগে ছুটিতে ওই তিনি ঢাকা থেকে বাড়িতে আসে। তারপর সে স্বর্দি-জ্বরে আক্রান্ত হয়। পরবর্তিতে তার শ্বাসকষ্ট শুরু হলে শনিবার দুপুরে চিকিৎসার জন্য সে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায়। পরে বিকেলে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশনে নেওয়া হয়। খবর পেয়ে রাত ৯টায় ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা রাজিয়া সুলতানা হেউটনগর গ্রামে ওই যুবকের বাড়িতে গিয়ে খোঁজ খবর নেন। এক পর্যায়ে তিনি ওই বাড়িটি লকডাউন ঘোষণা করেন।

ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা রাজিয়া সুলতানা পুন্ড্রকথাকে বলেন, জনস্বার্থে ওই বাড়িটি লকডাউন করা  হয়েছে।