আইপিএলে নিবন্ধন বাংলাদেশের ১০ ক্রিকেটারের

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০১৮ ১৪:০১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৭৩ বার।

আইপিএলের ১২তম আসরের জন্য মোট ১০০৩ জন ক্রিকেটার নিবন্ধন করেছেন। এরমধ্যে বিদেশি ক্রিকেটার আছেন ২৩২জন। আইপিএলের আগামী আসরের জন্য নাম লেখানো ক্রিকেটারদের মধ্যে ৮০০ জন এখনও আন্তর্জাতিক ম্যাচ খেলেনি। এরমধ্যে আবার ৭৪৬ জনই ভারতের। 

আগামী ১৮ ডিসেম্বর আইপিএলের ১২তম আসরের নিলাম বসবে। তাতে মোটামুটি দল পাবেন ৭০ জনের মতো ক্রিকেটার। আইপিএলে খেলতে আগ্রহী দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ ৫৯ জন ক্রিকেটার নাম লিখিয়েছেন। এরপর অস্ট্রেলিয়া থেকে আছেন ৩৫ জন। তৃতীয় অবস্থানে আছে ওয়েস্ট ইন্ডিজের ৩৩ জন ক্রিকেটার। 

আগামী আইপিএলের জন্য হুড়মুড়িয়ে নিবন্ধন করেছে আফগানিস্তানের ক্রিকেটাররা। তাদের ২৭ জন ক্রিকেটার আইপিএল খেলার ইচ্ছা পোষণ করেছেন। এছাড়া শ্রীলংকা থেকে ২৮ জন, নিউজিল্যান্ডের ১৭ জন, ইংল্যান্ড থেকে ১৪ জন ক্রিকেটার আইপিএলে নিবন্ধন করেছেন। 

বাংলাদেশ থেকে ওই তালিকায় আছে ১০ জন ক্রিকেটারের নাম। এছাড়া জিম্বাবুয়ে থেকে ৫ জন ক্রিকেটার আইপিএলের নিবন্ধনে নাম লিপিবদ্ধ করেছেন। নেদারল্যান্ডস, হংকং আয়ারল্যান্ড এবং যুক্তরাষ্ট্র থেকে একজন করে ক্রিকেটারের নাম আছে নিলামে।