বগুড়ায় ৬ মামলার আসামী মুরাদসহ তিন ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০১৮ ১৪:২৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২১০ বার।

বগুড়ায় ১০০ পিস ইয়াবাসহ তিনজন কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহষ্পতিবার রাত সাড়ে ১০ টায় কালিতলা হাটের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, পুলিশের খাতায় ৬ মামলার আসামী  শহরের বৃন্দাবনপাড়ার আব্দুল খালেকের ছেলে মেহেদী হাসান মুরাদ(৩৩), চক্সুত্রাপুরের বকুল শেখের ছেলে তামজিদ(২৩) এবং ফুলবাড়ি দক্ষিণ পাড়ার রাজু প্রামানিকের ছেলে মামুন প্রামানিক(২৩)। পুলিশ ওই সময়  দেহ তল্লাশি করে  মুরাদের কাছ থেকে ৫২ , তামজিদের থেকে ২৮ এবং মামুনের থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করে। এদের বিরুদ্ধে সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

মামলার এজাহারে পাওয়া তথ্য অনু্যায়ী,মুরাদ এবং তার সহযোগী অপর ২ জন ইয়াবা বিক্রির জন্য কালীতলা হাটের কালি মন্দিরের সামনে  দাঁড়ায়। গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির এসআই শহিদুল ইসলামের নেতৃত্বে সেখানে  অভিযান চালানো হয়। ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনজন দৌড়ে পালানোর চেষ্টা করে। কিন্তু মুরাদ পালানোর সময় মাটিতে পড়ে আঘাতপ্রাপ্ত হয়। পরে পুলিশ তাদের তখনি গ্রেফতার করতে সক্ষম হয়। মুরাদের প্রাথমিক চিকিৎসার জন্য রাতেই  মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়।