ধুনটে আ.লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

আমিনুল ইসলাম শ্রাবণ
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০১৮ ১১:৫৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৭৫ বার।

বগুড়ার ধুনট উপজেলায় আওয়ামী লীগ ও সকল অঙ্গ সংগঠনের যৌথ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ চত্তরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বগুড়া- ৫ আসনে আ.লীগ মনোনিত প্রার্থী মুক্তিযোদ্ধা হাবিবর রহমানকে নৌকা প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহি কমিটির সদস্য ও বগুড়া জেলা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব মমতাজ উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে রাষ্ট্রের উন্নয়ন হয়, আর স্বীধনতা বিরোধী শক্তি ক্ষমতায় পেলে সন্ত্রাস-জঙ্গীবাদ প্রতিষ্ঠা করে রাষ্ট্রকে ধ্বংস করার চেষ্টায় লিপ্ত হয়। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রতি শ্রদ্ধা রেখে বিজয়ের এই মাসে সংসদ নির্বাচনে রাজাকার, রাজাকারের সন্তান বা স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নূরুন্নবী তারিকের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশে আরো বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মজিবর রহমান মজনু, সংসদ সদস্য হাবিবর রহমান, যুগ্ম সম্পাদক রাগিবুল হাসান রিপু ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন। সমাবেশে বক্তাগন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের নৌকার বিজয় নিশ্চিত করার লক্ষ্যে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।

সমাবেশে অন্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ্যাড. আমান উল্লাহ, যুগ্ম সম্পাদক টি জামান নিকেতা, সাংগঠনিক সম্পাদক আসাদুর রহমান দুলু, প্রচার সম্পাদক সুলতান মাহমুদ খান রনি, উপ প্রচার সম্পাদক আল রাজী জুয়েল, উপ দপ্তর সম্পাদক মাশরাফি হিরো, সদর উপজেলা আ.লীগের সভাপতি আবু সুফিয়ান শফিক, সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম রাজ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি সাজেদুর রহমান শাহীন, জেলা কৃষক লীগের সভাপতি আলমগীর বাদশা, সাধারণ সম্পাদক মুঞ্জুরুল হক মুঞ্জু, জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস, সরকারী আজিজুল হক কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রউফসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।