সিটি ও মেঘনা গ্রুপের সয়াবিন তেল ও চিনির দাম কমানো হলো

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৪ মে ২০২০ ১৫:৩২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৯৯ বার।

পবিত্র রমজান মাসে ভোক্তা সাধারণের সুবিধার্থে সিটি গ্রুপ এবং মেঘনা গ্রুপ সয়াবিন তেল ও চিনির দাম কমিয়েছে। প্রতিষ্ঠান দুটি প্রতি লিটার সয়াবিন তেলের মূল্য ৫ টাকা এবং প্রতি কেজি চিনির মূল্য ৩ টাকা কমিয়ে বিক্রয় করছে।

সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সাথে আলোচনার পর পাইকারি প্রতিষ্ঠান দুটি এ সিদ্ধান্ত নিয়েছে। সূত্র: ইউএনবি।