কপাল জোরে অধিনায়কত্ব পেয়েছিল ধোনি

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৭ মে ২০২০ ১৭:১৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১২৭ বার।

সৌরভ গাঙ্গুলীর পর ভারতীয় দলের অধিনায়কত্বের ব্যাটন তুলে নেওয়ার যোগ্য ছিলেন যুবরাজ সিং। এমনটাই দাবি করেছেন যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিং।

সাবেক এই ক্রিকেটার ও পাঞ্জাবি ছবির অভিনেতা মনে করেন, সৌরভের পর কপাল জোরে অধিনায়কত্ব পেয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি।

ধোনির বিরুদ্ধে যুবরাজ বা তার বাবার বিষোদ্‌গার নতুন নয়। ক’দিন আগেই যুবরাজ সিংহ বলেছিলেন, ভারতীয় দলে অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর কাছ থেকে যতটা সহায়তা ও সমর্থন পেয়েছেন, তার ছিটেফোঁটা ধোনি ও কোহলির কাছ থেকে পাননি।

দেশটির ২০১১ বিশ্বকাপ জয়ের নায়ক এও বলেছেন, ২০১১ বিশ্বকাপে ধোনি তার চেয়ে সুরেশ রায়নাকে দলে পেতে চাইতেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে যুবরাজের বাবাও এই দাবি করেন।

ধোনির বিরুদ্ধে যুবরাজকে পেছন থেকে ছুরি মারারও অভিযোগ তুলেছেন যোগরাজ সিং। ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলিকেও একই ভাবে আক্রমণ করেছেন যুবরাজ সিংয়ের বাবা।

সৌরভের পর ধোনির অধিনায়কত্ব পাওয়া নিয়ে যোগরাজ বলেন, ‘ভারতের অধিনায়ক হওয়ার কথা ছিল যুবরাজের। তবে ভাগ্যের জোরে ধোনি অধিনায়ক হয়ে যায়। সেই সঙ্গে শক্তিশালী দল পেয়ে গিয়েছিল।’

কিন্তু কেন যুবরাজকে সেই সম্মান দেওয়া হল না, তা জানেন না বলে মন্তব্য করেছেন ভারতের হয়ে ১ টেস্ট ও ৬ ওয়ানডে খেলা যোগরাজ।

অধিনায়ক হিসেবে বর্তমান বিসিসিআই সভাপতি সৌরভকে প্রশংসাতেও ভাসিয়েছেন যোগরাজ। সৌরভের হাত ধরে তৈরি হওয়া দল নিয়ে ধোনি সাফল্য পেয়েছেন বলে মনে করেন যুবরাজের বাবা।