মেক্সিকোতে ভেজাল মদপানে ১শ’র ওপরে মৃত্যু

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৪ মে ২০২০ ০৪:৩৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৯২ বার।

মেক্সিকোতে গত দুই সপ্তাহে ভেজাল মদ পান করে একশোরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।

হালিস্কো, ইয়ুকাতান, পুয়েবলা ও মোরেলোস রাজ্যে এসব মৃত্যুর ঘটনা ঘটে। করোনা প্রাদুর্ভাবের কারণে পানীয় শিল্পে স্থবিরতা আসায় অসৎ ব্যবসায়ীরা এসব মদ তৈরি করছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। প্রশাসনের পক্ষ থেকে আপাতত নাগরিকদের মদ্যপান থেকে বিরত থাকতে বলা হয়েছে।

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বেশিরভাগই মৃত্যুর আগে অন্ধ হয়ে গিয়েছিলো। শ্রমিক সংকটের কারণে দেশটিতে মদের অনেক কারাখানাতেই উৎপাদন কমে গেছে।