করোনার ভ্যাকসিন সবার জন্য ‘ফ্রি’ চান বিশ্বনেতারা

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৪ মে ২০২০ ১২:২০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩৫ বার।

প্রাণঘাতী করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারে অনেক প্রচেষ্টা চলমান থাকলেও এখন পর্যন্ত আশাব্যঞ্জক তেমন কোনো খবর নেই। তবে কভিড-১৯ এর কার্যকরী কোনো ভ্যাকসিন বা চিকিৎসা পাওয়া গেলে তা সবার জন্য ‘ফ্রি’ হওয়া উচিত বলে মত দিয়েছেন বিশ্বের বর্তমান ও অতীত অনেক নেতা।

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান’সহ ১৪০ জনের বেশি বিশ্ব নেতার স্বাক্ষরিত এক চিঠিতে বৃহস্পতিবার এ আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

তাতে বলা হয়েছে, ভ্যাকসিন জাতিগুলোর মধ্যে ভাগাভাগি না করলে কোনো ভ্যাকসিনই করোনাভাইরাস বিতাড়িত করতে পারবে না।

আগামী সপ্তাহে জাতিসংঘের আওতাধীন বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতি নির্ধারক প্রতিষ্ঠান ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি- ডব্লিউএইচএ’র বার্ষিক সভার আগে করোনাভাইরাসের ভ্যাকসিন প্রসঙ্গে এমন খোলা চিঠি প্রকাশ করলেন বিশ্ব নেতৃবৃন্দ।

তাতে বলা হয়েছে, “নিরাপদ ও কার্যকরী কোনো ভ্যাকসিন পাওয়া গেলে তা বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়ার নিশ্চয়তা দানে সরকারগুলোতে এবং আন্তর্জাতিক অংশীদারদের অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে। দ্রুত, বেশি করে উৎপাদন করতে হবে। বিনা মূল্যে সব দেশে সবার জন্য এটা সহজলভ্য করতে হবে।”

“কভিড-১৯ সংক্রান্ত সব ধরনের চিকিৎসা, ডায়াগনস্টিক ও অন্যান্য প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রেও একই নিয়ম করতে হবে।”

সেনেগালের বর্তমান প্রেসিডেন্ট ম্যাকি স্যাল, ঘানার বর্তমান প্রেসিডেন্ট নানা আকুফো-আদোর’ও সই রয়েছে ওই চিঠিতে।

সাবেক প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীদের মধ্যে রয়েছেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট শওকত আজিজ, নেদারল্যান্ডসের সাবেক প্রেসিডেন্ট জান পিটার বালকেনেন্দে, পর্তুগালের সাবেক প্রেসিডেন্ট হোসে মানুয়েল বারোসো, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন, নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী হেলেন ক্লার্ক, স্পেনের সাবেক প্রধানমন্ত্রী ফিলিপ গঞ্জালেস।

রয়েছেন নোবেল জয়ী লাইবেরিয়ার সাবেক প্রেসিডেন্ট এলেন জনসন সার্লিফ, পোল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট আলেকজান্ডার কাওয়াসনিয়স্কি, আয়ারল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট ম্যারি ম্যাকঅ্যালিসে, নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট ওলুসেগান অবাসানসো, নোবেল পুরস্কার জয়ী কলোম্বিয়ার সাবেক প্রেসিডেন্ট হুয়ান মানুয়েল সান্তোস প্রমুখ।

ফ্রান্সের ফার্মাসিউটিক্যাল কোম্পানি করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরি করেছে এবং যুক্তরাষ্ট্রে প্রথম চালান পাঠানোর জন্য মজুত করা হচ্ছে বলে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার প্রাক্কালে ভ্যাকসিন নিয়ে বিশ্ব নেতৃবৃন্দের আহ্বান আসলো।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের উহানে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর বিশ্বজুড়ে ছড়িয়ে পড়তে খুব বেশি সময় লাগেনি। এর মধ্যে বিশ্বে এই ভাইরাসে আক্রান্ত ছাড়িয়েছে ৪৩ লাখ ৬৪ হাজার; মৃত্যু ৩ লাখ ছুঁই ছুঁই।