লকডাউন: রাস্তায় দিব্যি ঘুরছে লেপার্ড!

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৪ মে ২০২০ ১৫:০৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৯৯ বার।

লকডাউনে মানুষ ঘরে আর বন্যপ্রাণীরা পথে। এমন দৃশ্যের সত্যতা মিললো ভারতের হায়দরাবাদে। বৃহস্পতিবার সকালে শহরের একটি প্রধান সড়কে রীতিমত লেপার্ডকে ঘুরতে দেখা গেলো লকডাউনের মধ্যে। জীব বিজ্ঞানীরা বলছেন, ওরা বুঝে গিয়েছে, ওদের প্রধান প্রতিপক্ষ মানুষ এখন গৃহবন্দী। তাই নিশ্চিন্তে ওরা রাজপথে ঘুরছে। জানা গিয়েছে; প্রকাশ্য স্থানে এভাবে লেপার্ডকে চলাফেরা করতে দেখে আতঙ্ক ছড়িয়ে পরে স্থানীয়দের মধ্যে। তারাই নিরুপায় হয়ে খবর দেয় পুলিশকে।
সংবাদসংস্থা পিটিআই সূত্রে জানা যায়, পুলিশের কাছ থেকে খবর পেয়ে নেহরু জুওলজিক্যাল পার্কের কর্মীরা এসে সেই লেপার্ডকে উদ্ধার করেছে। তবে জুওলজিক্যাল পার্কের কর্মীরা এলাকায় যাওয়ার আগেই সেখান থেকে চম্পট দেয় প্রাণীটি। এলাকার ডিসিসি প্রকাশ রেড্ডি বলেছেন; "জাতীয় সড়ক-৭ সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার ৮টা ১৫ মিনিট নাগাদ লেপার্ডটিকে দেখা যায়। বন দফতরের কর্মী-সহ অন্যরা সেই জায়গায় পৌছুঁলে চম্পট দিয়েছিল সেই লেপার্ড। পরে সকলের তৎপরতায় উদ্ধার করা হয়েছে তাকে।
এনডিটিভি