একাদশ জাতীয় সংসদ নির্বাচন

শেরপুরে জেলা পুলিশের উদ্যোগে সংখ্যালঘু সম্প্রদায়ের মতবিনিময়সভা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০১৮ ১২:২১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৬০ বার।

বগুড়ার শেরপুরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময়সভা করা হয়েছে। জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে গত বৃহস্পতিবার সন্ধ্যারাতে শহরের শ্রী শ্রী জগন্নাথ মন্দির প্রাঙনে এই সভার আয়োজন করা হয়। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিমাই ঘোষের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, অতিরিক্ত পুলিশ সুপার শেরপুর সার্কেল মো. গাজিউর রহমান, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাগর কুমার রায়, শেরপুর থানার ওসি মো. হুমায়ুন কবির, জেলা পূজা উদযাপন পরিষদের নেতা আশিষ মোহন্ত, উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতা সংগ্রাম কুণ্ডু, প্রকাশ সরকার, চন্দন কুমার দাস রিংকু, সমীর কুন্ডু, পরিমল দত্ত প্রমুখ বক্তব্য রাখেন। সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায়কে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করার জন্য আহবান জানানো হয়।