শহীদ বুদ্ধিজীবী দিবসে বিইউজে’র আলোচনা সভা অনুষ্ঠিত

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০১৮ ১৪:১৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৭৬ বার।

শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় বগুড়া সাংবাদিক ইউনিয়নের(বিইউজে) নেতৃবৃন্দ বলেছেন, বাঙালি জাতিকে মেধাশুণ্য করতে ১৯৭১ সালে পাকিস্তানী হানাদার বাহিনী ও তাদের দোসররা বেছে বেছে বুদ্ধিজীবীদের হত্যা করাছিলো। বিজয়ের আগমুহুর্তে অগণিত বুদ্ধিজীবীকে হারিয়েছে বাংলাদেশ।  তারপরও এই দেশ ঘুরে দাঁড়িয়েছে। বিষয়টি পাক দোসররা মেনে নিতে পারেনি বলেই তাদের সেই হত্যাকা-ের ধারাবাহিকতা এখনও চালু রেখেছে। বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র বানাতে স্বাধীনতার পর থেকেই পাকিস্তানী ভাবধারার চক্রটি সক্রিয় রয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এই মতাদর্শ লালনকারিদের প্রত্যাখ্যান করতে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্ববাসী সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।  কোনভাবেই যেন এই চক্র রাষ্ট্র পরিচালনায় যেতে না পারে সেজন্য মুক্তিযুদ্ধে পক্ষের শক্তিকে জোট বেঁধে ভোটের মাঠে নামতে হবে।
বগুড়া সাংবাদিক ইউনিয়নের(বিইউজে) সভাপতি আমজাদ হোসেন মিন্টুর সভাপতিত্বে শুক্রবার সকালে বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিইউজে’র সাধারণ সম্পাদক জে এম রউফের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সহ-সভাপতি ও বগুড়া প্রেসক্লাবের সভাপতি প্রদীপ ভট্টাচার্য্য শংকর, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বিএফইউজে’র নির্বাহী সদস্য মাহমুদুল আলম নয়ন, বিএফইউজে’র নির্বাহী সদস্য আরিফ রেহমান, বিইউজে’র সাবেক সভাপতি এএইচএম আখতারুজ্জামান, সিনিয়র সাংবাদিক সমুদ্র হক, মুরশিদ আলম, সবুর আল মামুন, আব্দুস সালাম বাবু, আসাফ উদ দৌলা ডিউক, মামুন উর রশিদ, খায়রুল আহসান প্রমুখ।
আলোচনা সভার শুরুতেই শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরআগে দিবসের সূচনালগ্ন বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে বগুড়া কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন বগুড়া সাংবাদিক ইউনিয়নের সদস্যগণ।