জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি অস্ট্রেলিয়ার

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০১৮ ১১:৫৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১১৯ বার।

অস্ট্রেলিয়া আনুষ্ঠানিকভাবে পশ্চিম জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। 

তবে ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে শান্তি চুক্তি না হওয়া পর্যন্ত সেখানে অস্ট্রেলিয়া তাদের দূতাবাস স্থানান্তর করবে না। 

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন শনিবার এ ঘোষণা দেন। খবর বিবিসি ও এপির

মরিসন এক ভাষণে বলেন, ইসরায়েল ও ফিলিস্তিনিরা চুক্তির মাধ্যমে সমাধানে পৌঁছার পর আমরা তেল আভিভ থেকে দূতাবাস সেখানে স্থানান্তর করার কথা চিন্তা করবো। 

প্রথামিক পর্যায়ে কার্যক্রম পরিচালনার জন্য জেরুজালেমে অস্ট্রেলিয়া একটি প্রতিরক্ষা ও বাণিজ্য কার্যালয় প্রতিষ্ঠা করবে। দূতাবাসের জন্য উপযুক্ত জায়গার খোঁজও এখন থেকে শুরু হবে বলে জানান তিনি।