সমালোচিত হওয়ার জন্য এ কোন পথ বেছে নিলেন নোবেল!

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৬ মে ২০২০ ১৩:৪৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩৬ বার।

কিছুদিন যাবত মিউজিক ইন্ডাষ্ট্রিজের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করে নোবেল যেভাবে নিজেকে বিতর্কে জড়িয়েছেন তাতে নোবেলভক্তরা কিছুটা হলেও হতাশ। মিডিয়ায় আলোচিত হওয়ার জন্যই তার এসব বিরূপ মন্তব্য, এ কথা পরোক্ষভাবে স্বীকারও করেছেন তিনি।

জি বাংলার সারেগামাপা চলাকালীন সময়েও বিতর্কিত হয়েছিলেন নোবেল। বিরতি দিয়ে সোস্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে আবারও তিনি। তুরুপের তাস একটাই, মিউজিক ইন্ডাষ্ট্রি। ভক্তদের এখন একটাই প্রশ্ন, নিজেকে আলোচনার শীর্ষে রাখার জন্য এ কোন পথ বেছে নিলেন নোবেল! তার বিরূপ মন্তব্যের শিকার হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। ফেঁসেই গিয়েছিলেন নোবেল। শেষমেষ র‌্যাব কার্যালয়ে হাজির হয়ে প্রকাশ্যে ক্ষমা চেয়ে রক্ষা পান। তবে সমালোচনা যেন তার পিছু ছাড়ছে না। এবার আবার শুরু হয়েছে নোবেলের বিয়ে নিয়ে গুঞ্জন! বেড়িয়ে এসেছে একের পর এক থলের বিড়াল।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নোবেলের বিয়ের কাবিন নামার ছবি ও তার পাশে বসা একটি মেয়ের ছবি ভাইরাল হয়েছে।

দেশ রুপান্তর পত্রিকা সূত্রে জানা যায়, ৫ লাখ টাকা দেনমোহরে ২০১৯ সালের ১৫ নভেম্বর মেহরুবা সালসাবিল নামের এক মেয়ের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন নোবেল। বর্তমানে সেই মেহরুবা সালসাবিলকে নিয়েই রাজধানীর নিকেতন এলাকার একটি ফ্ল্যাটে সংসার করছেন তিনি।

ব্যাপারটা এ পর্যন্ত হলে ভক্তদের হতাশ হওয়ার কিছুই ছিল না। কিন্তু ভালোবাসার এই মিউজিশিয়ানকে নিয়ে হতাশ হওয়ার মত অনেক তথ্যই এখন মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।   
নোবেলের ঘনিষ্টজন সূত্রে জানা গেছে, মেহরুবা সালসাবিলের সঙ্গে এটি নাকি নোবেলের তৃতীয় বিয়ে। রিমি নামের একটি মেয়ের সঙ্গেই প্রথম সংসার তার। সেই সংসার বেশি দিন স্থায়ী হয়নি। রিমিই ডিভোর্স দিয়ে চলে যান। এরপর আর এক আত্মীয়ের সঙ্গেও সংসার করেন নোবেল। সেই সম্পর্কেও বিচ্ছেদ ঘটে।

এর আগে কথিত এক প্রেমিকা কর্তৃক নিজের নগ্ন ছবি ফাঁস হওয়াকে কেন্দ্র করেও বিতর্কিত হয়েছিলেন নোবেল। এ ছাড়া গত বছরের সেপ্টেম্বরে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এইচএসসি প্রোগ্রামের শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগও উঠেছিল নোবেলের বিরুদ্ধে। যদিও পরে এব্যাপারে কোন মামলা হয়নি সে সময়।

জানা যায়, ছোটবেলা থেকেই বেশ দুরন্ত নোবেল। প্রথমে এস.এম. মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা শুরু করলেও একটা ঝামেলায় জড়িয়ে স্বর্ণকলি উচ্চ বিদ্যালয় স্কুলে ভর্তি হয় নোবেল। নবম শ্রেণীতে থাকা অবস্থায় নারীকেন্দ্রিক একটি ঘটনায় তাকে স্কুল থেকে ছাড়পত্র দেওয়া হয়।

পুণ্ড্রকথা/জাআ/২৬-০৫-২০২০