বগুড়ার ধুনটে আরও এক গার্মেন্টসকর্মী করোনায় আক্রান্ত

আমিনুল ইসলাম শ্রাবণ
প্রকাশ: ২৮ মে ২০২০ ১৭:৪৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৭১৩ বার।

বগুড়ার ধুনট উপ‌জেলায় ঢাকা ফেরৎ আ‌রো এক গা‌র্মেন্টসকর্মী ক‌রোনায় আক্রান্ত হ‌য়ে‌ছে। ওই গা‌র্মেন্টসকর্মীর বা‌ড়ি চিকাশী ইউ‌নিয়‌নের ভালুকাতলা গ্রা‌মে। বৃহস্পতিবার বগুড়ার ডেপু‌টি সি‌ভিল সার্জন ডা. মোস্তা‌ফিজুর রহমান এ তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

আক্রান্ত গা‌র্মেন্টস কর্মীর পা‌রিবা‌রিক সূ‌ত্রে জানা যায়, ভালুকাতলা গ্রা‌মের ওই যুব‌কের বয়স ২০ বছর। ‌সে ঢাকার এক‌টি গা‌র্মে‌ন্টেস এ কাজ ক‌রেন। ঢাকায় থাকা অবস্থায় সে জ্বর ঠান্ডায় আক্রান্ত হয়। প্রায় ১১দিন আ‌গে সে ধুনট উপ‌জেলার নিমগাছী ইউ‌নিয়‌নের জয়‌সিং গ্রা‌মে শ্বশুরবা‌ড়ি‌তে আ‌সে। সেখা‌নে শারী‌রিক অবস্থার উন্নতি না হওয়ায় গত মঙ্গলবার বগুড়ার শ‌জি‌মেক হাসপাতা‌লে নমুনা পরীক্ষা কর‌তে দেয়। আজ বৃহস্প‌তিবার সন্ধ্যায় তার ক‌রোনা শনা‌ক্তের বিষয়‌টি নি‌শ্চিত করা হয়। 

এ‌দি‌কে ওই যুবক ক‌রোনা শনাক্ত হওয়ার বিষয়‌টি জানার পর আজ বৃহস্প‌তিবার রাত ১০টায় জয়‌সিং গ্রা‌মের শ্বশুর বা‌ড়ি থে‌কে চিকাশী ইউ‌নিয়‌নের ভালুকাতলা গ্রা‌মে নি‌জের বা‌ড়ি‌তে এ‌সেছে। 

ধুনট থানার অ‌ফিসার ইনচার্জ (ও‌সি) কৃপা সিন্ধু বালা এ তথ্য নি‌শ্চিত ক‌রে ব‌লেন, খবর পাওয়ার পর ক‌রোনা আক্রান্ত ওই যুব‌কের ভালুকাতলা গ্রা‌মের বা‌ড়ি লক ডাউন করা হ‌য়ে‌ছে। এলাকাবাসীর সতর্কতার জন্য ওই বা‌ড়ি‌তে লাল পতাকা লাগা‌নো হ‌য়ে‌ছে।