করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে শেরপুরে ব্রাহ্মণ সংসদের প্রার্থনাসভা ও মানবিক সহায়তা প্রদান

শেরপুর(বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৯ মে ২০২০ ১১:২০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩২৯ বার।

মহামারী করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে বগুড়ার শেরপুরে প্রার্থনা, আলোচনাসভা ও মানবিক সহায়তা প্রদান কর্মসূচি পালন করা হয়েছে। বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ স্থানীয় উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার দুপুরে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মজিবর রহমান মজনু। অত্র সংগঠনের উপজেলা শাখার সভাপতি সৌমেন্দ্র নাথ ঠাকুর শ্যামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ, শেরপুর পৌরসভার মেয়র আব্দুস সাত্তার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, ব্রাহ্মণ সংসদের স্থানীয় নেতা শুভ কুণ্ডু, ভজন মৈত্র প্রমুখ। অনুষ্ঠানে মহামারী করোনা ভাইরাস থেকে বাংলাদেশসহ গোটা বিশ্বের মানুষের মুক্তি কামনা করে সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করা হয়। একইসঙ্গে এই ভাইরাসটি সম্পর্কে গণসচেতনতামূলক আলোচনা করেন বক্তারা। পরে অনুষ্ঠানের প্রধানসহ আমন্ত্রিত অতিথিরা করোনায় বিপর্যস্ত মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেন।