এখন ৫২৪

বগুড়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে হোম কোয়ারেন্টাইন নেই

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৯ মে ২০২০ ১২:৩৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১১৭ বার।

বগুড়ায় নতুন করে কাওকে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়নি।  শুক্রবার বিকাল ৬টায়  বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা: মোস্তাফিজুর রহমান। 
তিনি জানান, গত ২৪ ঘন্টায় ১৬জনের হোম কোয়ারেন্টাইন শেষ হয়েছে। এদের সবাই সুস্থ রয়েছেন। 
তিনি আরও জানান,  বগুড়ায় মোট হোম কোয়ারেন্টাইন হয়েছে ৪৬২৮জন। এদের মধ্যে ৪১০৪জন ছাড়পত্র পাওয়ায় বর্তমানে ৫২৪জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে। 
সেই সাথে মোট এর মধ্যে সবচেয়ে বেশি শিবগঞ্জে ৯৯ এবং আদমদিঘী, শেরপুর ও ধুনট হোম কোয়ারেন্টাইন শুণ্য হয়েছে। এছাড়াও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ১৮ ও মোহাম্মদ আলী হাসপাতালে ৫৫জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে।